Chokher Alo Prakalpa 11 চিকিৎসক থাকতেও চোখের আলো প্রকল্পে পিছিয়ে মালদা, কঠোর জেলাশাসক

author img

By

Published : Aug 29, 2022, 10:09 PM IST

Etv Bharat
চোখের আলো প্রকল্পে পিছিয়ে মালদা ()

পর্যাপ্ত চিকিৎসক থাকা সত্ত্বেও মালদা জেলায় পিছিয়ে সরকারি চোখের আলো প্রকল্পের কাজ(Chokher Alo Prakalpa)৷ এই জেলায় নথিভুক্ত রোগীদের 20 শতাংশেরও চোখের অস্ত্রোপচার হয়নি ৷ স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ আসতেই কড়া জেলাশাসক ৷

মালদা, 29 অগস্ট: জেলায় সরকারি চক্ষু চিকিৎসক রয়েছেন 11 জন ৷ অথচ সেই মালদাই রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে সবচেয়ে পিছিয়ে(malda is lagging behind in Chokher Alo scheme)৷ এই প্রকল্পে গতি আনতে এবার উদ্যোগী হয়েছেন খোদ জেলাশাসক ৷ পুরোনো নথিবদ্ধ রোগীদের আগামী মাসের মধ্যে চোখের অস্ত্রোপচার শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ সোমবার মালদা মেডিক্যালে সেই মিশনের সূচনা করেন জেলাশাসক ৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, চোখের আলো প্রকল্প(Chokher Alo Prakalpa)নিয়ে সম্প্রতি স্বাস্থ্য ভবনের তরফে একটি সমীক্ষা করা হয় ৷ সমীক্ষায় উঠে আসে রাজ্যের 14টি জেলায় এই প্রকল্পের কোনও গতি নেই ৷ সবচেয়ে খারাপ অবস্থা মালদার ৷ এই জেলায় নথিবদ্ধ মানুষের 20 শতাংশেরও চোখের অস্ত্রোপচার হয়নি ৷ প্রায় 900 জন নথিবদ্ধ মানুষ প্রকল্পের আওতার বাইরে থেকে গিয়েছেন ৷ এই প্রকল্পে মূলত ছানি অস্ত্রোপচার করা হয় ৷ রোগীরা বিনামূল্যে চোখের অস্ত্রোপচার-সহ লেন্স এবং যাবতীয় ওষুধপত্র সরকারিভাবেই পান ৷ প্রকল্পে গতি আনতে রাজ্যের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার পরই এই বিষয়ে উদ্যোগ নেন খোদ জেলাশাসক ৷

আরও পড়ুন : দুর্নীতি রুখতে কড়া বার্তা মালদা জেলা প্রশাসনের

সোমবার মালদা মেডিক্যালে এই নিয়ে একটি বৈঠক করা হয়(Chokher Alo scheme in malda)৷ সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) বৈভব চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক, মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়-সহ একাধিক চক্ষু চিকিৎসক ৷ সেখানে জেলাশাসক সাফ জানিয়ে দেন, প্রত্যেক চিকিৎসককে মাসে অন্তত 60 জন রোগীর চোখ অস্ত্রোপচার করতেই হবে ৷

চোখের আলো প্রকল্পের কাজ দ্রুত চালু করতে বৈঠকে জেলাশাসক

এই নিয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "এই প্রকল্পের আমাদের কিছু ব্যাকলগ রয়েছে ৷ সেই সংখ্যাটি প্রায় 400 ৷ সেই ব্যাকলগ মেটাতে আমরা এই প্রকল্পকে মিশন আকারে নিয়েছি ৷ প্রতিদিন 30 জনের চোখের অস্ত্রোপচার করার পরিকল্পনা নিয়েছি ৷ সেপ্টেম্বরের মধ্যে ব্যাকলগ মেটানোর সঙ্গে আমাদের সিদ্ধান্ত, কোনও রোগী নাম নথিবদ্ধ করার সাতদিনের মধ্যে তাঁর চোখের অস্ত্রোপচার করা হবে ৷ গ্রামীণ হাসপাতালগুলিতে অস্ত্রোপচারের পরিকাঠামো নেই বলে মালদা মেডিক্যাল ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এই অস্ত্রোপচার হচ্ছে ৷ তবে গ্রামীণ মানুষকে আমরা সরকারিভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা রেখেছি ৷"

আরও পড়ুন : নিষিদ্ধ প্লাস্টিক বিক্রি রুখতে অভিযানে মালদা জেলা প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.