ETV Bharat / state

Police Rescue a Nilgai : নীলগাই দেখতে থানায় উৎসাহী জনতার ভিড়

author img

By

Published : May 26, 2022, 10:07 PM IST

Police Resque a Nilgai
নীলগাই দেখতে থানায় উৎসাহী জনতা

নীলগাই দেখতে মালদার হরিশ্চন্দ্রপুর থানায় উৎসাহী জনতা ৷ হাতে মোবাইলে চলছে রেকর্ডিং। নীলগাইয়ের ছবি কোনওরকমে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা । পুলিশকর্মীরা নীলগাইয়ের পাশাপাশি সাধারণ মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন (Police Rescue a Nilgai) ।

মালদা, 26 মে : হরিশ্চন্দ্রপুর থানা যেন পরিণত হয়েছে চিড়িয়াখানায় ৷ নীলগাই দেখতে জনতার ভিড় ৷ পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ ৷ তার মধ্যেই কেউ কেউ নীলগাইয়ের ছবি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে ৷ বৃহস্পতিবার এই ছবি ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর থানায় ( Police Resque a Nilgai) ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে হরিশ্চন্দ্রপুরের সাদলিচক উত্তর কনকনিয়া গ্রামে ধান কাটার সময় কিছু মানুষ নীলগাইটিকে দেখতে পান । কয়েকজন সেই নীলগাইকে মারার জন্য ধাওয়া করেন। সেই সময় পুকুরে পড়ে গিয়েছিল নীলগাইটি । কিন্তু কয়েকজন ওই নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, বনদফতরকে বিষয়টি জানানো হয়েছে । নীলগাইটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।

নীলগাই দেখতে থানায় উৎসাহী জনতা

আরও পড়ুন : Nilgai Found in Malda : মহানন্দা নদীতে ভেসে এল নীলগাই

নীলগাই এক ধরনের বন্যপ্রাণী । দেখতে অনেকটা হরিণের মতো । উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গলে নীলগাই সব থেকে বেশি দেখা যায় । পশ্চিমবঙ্গে সাধারণত এই প্রাণীর দেখা মেলে না। এদিন নীলগাই উদ্ধার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই, স্থানীয় মানুষ নীলগাই দেখতে থানায় ভিড় জমান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.