ETV Bharat / state

LPG Gas Price Hike: রান্নার গ্যাসের দামে চোখে জল গরিব মানুষের, ফের ফিরে গিয়েছেন কাঠের উনুনে

author img

By

Published : Jul 11, 2022, 10:11 PM IST

LPG Gas Price Hike news
দাম বেড়েছে রান্নার গ্যাসের

দাম বেড়েছে রান্নার গ্যাসের (LPG Gas Price Hike) ৷ 1200 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতা হারিয়েছে গরিব মানুষ । কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার গ্যাস এখন পড়ে রয়েছে ঘরে ঘরে ৷

মালদা, 11 জুলাই: রান্নার গ্যাসের ঝাঁঝে চোখ জ্বলছে আমআদমির (LPG Gas Price Hike)। প্রায় 1200 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতা হারিয়েছে গরিব মানুষ । তাঁরা ফিরে গিয়েছেন পুরোনো দিনে । কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার গ্যাস এখন বাচ্চাদের খেলার সামগ্রী । কোনও সিলিন্ডার আবার সবজি রাখার জায়গা । কারণ, মহিলারা রান্নাঘরে ফের কাঠ জড় করে রেখেছেন । আবারও কাঠ পুড়িয়ে চলছে রান্না । ধোঁয়ায় ঢেকেছে রান্নাঘর । তাঁরা দাবি তুললেও রান্নার গ্যাসের দাম আর কমবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা । এ নিয়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপির কথার লড়াই ।

কেন্দ্রের তরফে বলা হচ্ছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আন্তর্জাতিক বাজারে কয়েকগুণ বেড়েছে পেট্রোপণ্যের দাম । তার জেরে দাম বেড়েছে রান্নার গ্যাসের । কেন দেশে পেট্রোপণ্যের দাম বাড়ছে, তা নিয়ে বহু বিতর্ক হয়েছে । বিতর্ক চলছেও । কিন্তু যা হয়েছে, তার ফল ভোগ করছে গরিব মানুষ । তাই শুধু প্রত্যন্ত গ্রামেই নয়, পৌর এলাকার অনেক মানুষও রান্নার গ্যাসের সিলিন্ডার সরিয়ে রেখে খড়িতে রান্না শুরু করেছেন ।
পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মীর্জাপুরের বাসিন্দা মালেকা বিবি বলছেন, "আমরা গরিব মানুষ । আগে খড়িতেই রান্না করতাম । উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের কানেকশন পেয়ে গ্যাসে রান্না শুরু করেছিলাম । তাতে ধোঁয়ায় চোখ জ্বলত না । কিন্তু এখন গ্যাসের সিলিন্ডারের দাম 1200 টাকা । এত টাকা দিয়ে আমাদের রান্নার গ্যাস কেনার ক্ষমতা নেই । তাই সেই খড়িতেই ফিরে গিয়েছি ।" একই বক্তব্য স্থানীয় মিলি বিবিরও । তাঁর বক্তব্য, "সব জিনিসেরই দাম বাড়ছে। তবে গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তাতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। আমাদের দাবি, রান্নার গ্যাসের দাম কমানো হোক ।"

দাম বেড়েছে রান্নার গ্যাসের

আরও পড়ুন: কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার ছাড়াল

এনিয়ে তৃণমূলের জেলা নেতা নবরঞ্জন সিন্‌হা কেন্দ্রের সঙ্গে দুষেছেন দেশবাসীকেও । তাঁর বক্তব্য, "প্রতিদিন রান্নার গ্যাসের দাম বাড়ছে । অথচ মানুষের কোনও প্রতিবাদ নেই । একজনই প্রতিবাদ করে যাচ্ছেন । তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । মোদি দেশবাসীকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন । বলেছিলেন, গরিব মানুষ বিনা পয়সায় রান্নার গ্যাস পাবে । আসলে তিনি এসব কথা বলে মানুষকে গ্যাস খাইয়েছিলেন ।

বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলছেন, "আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বাড়ছে । তার প্রভাব আমাদের দেশেও পড়েছে । তবে এনিয়ে তৃণমূলের আন্দোলনের নামে যা করছে, তা শুধু গিমিক । বহুআগে কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম লিটারপিছু পাঁচ ও দশটাকা করে কমিয়েছে । কিন্তু রাজ্য সরকার এখনও সেস কমায়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.