ETV Bharat / state

অসময়ে বৃষ্টি, মালদায় ক্ষতি আলু চাষে

author img

By

Published : Mar 2, 2020, 2:14 AM IST

malda potato farming
মালদার মহিষবাথানি এলাকায় বৃষ্টির জল জমে ক্ষতি আলুচাষের

লাগাতার পাঁচ দিন ধরে জমিতে জমে রয়েছে বৃষ্টির জল৷ জমা জলে আলুতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায়৷ তবে এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে৷ বাধ্য হয়ে আলুচাষিদের সঙ্গে একজোট হয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়তে চলছেন এলাকাবাসীরা ।

মালদা, 2 মার্চ : মঙ্গলবার বিকেল থেকে জেলাজুড়ে বৃষ্টির কারণে জল জমে মালদার মহিষবাথানি এলাকার আলুচাষের জমিতে । সেখানে নিকাশি ব্যবস্থার অভাব থাকায় জমে থাকা বৃষ্টির জলে ক্ষতি হয় কয়েক হাজার হেক্টর জমির আলুচাষে । ঘটনাস্থান পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় কৃষি আধিকারিকদের । পরে ক্ষতিপূরণের আশ্বাসে ঘেরাও মুক্ত হন তাঁরা ।

মঙ্গলবার বৃষ্টির পর থেকে, জল জমে পচন ধরতে শুরু করে আলুতে । যার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে । সাধারণ মানুষের সমস্যার পাশাপাশি আলু নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের । এবিষয়ে ঝাপ্পু রাজবংশী নামে এক আলু চাষি জানান, মঙ্গলবার শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আলু চাষিদের ৷ চাষের জমিতে জল জমে আলু পচে গিয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমরা একত্রিত হয়ে জেলা প্রশাসনের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি ৷ জেলায় মুখ্যমন্ত্রী আসছেন ৷ তাঁর কাছে ক্ষতিপূরণের দাবিও জানাব ৷

স্থানীয় এক বাসিন্দা কৌশল্যা গুহ এবিষয়ে জানান, জল জমে আলু পচে গিয়েছে৷ জমির মালিক আমাদের বলেছেন ভালো আলু থাকলে বেছে নিয়ে যেতে ৷ তবে বেশিরভাগ আলুই পচা ৷ যার গন্ধ গোটা এলাকায় ছড়িয়েছে ৷ এখনও ওই জমি থেকে আলুগুলো সরানো হয়নি । ফলে এই পচা গন্ধেই কাটাতে হচ্ছে ।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.