ETV Bharat / state

লকডাউনের মাঝে মদ পাচারের চেষ্টা, ধরা পড়ল নামী পানশালার কর্মী

author img

By

Published : Apr 15, 2020, 1:58 PM IST

মালদা শহরের অতুল মার্কেট এলাকায় মদ পাচার করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক পানশালার কর্মী । যার জেরে প্রশ্ন উঠছে জেলা প্রশাসন ও আবগারি দপ্তরের তৎপরতা নিয়ে ।

মালদা
মালদা

মালদা, 15 এপ্রিল : লকডাউনের মাঝে মদের বোতল পাচার করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে মালদা শহরের এক নামি পানশালার কর্মী ৷ কোথায় যাচ্ছেন বা কী করতে যাচ্ছেন জিজ্ঞাসা করলে শুরু হয় ঝামেলা । পরে সকলের সামনে ওই কর্মী স্বীকার করে নেন, মালিকের নির্দেশেই তিনি মদের বোতল পাচার করছিলেন ৷ পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়েন যুবক । নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন ওই পানশালার মালিক ৷ গোটা ঘটনায় প্রশ্ন উঠছে জেলা আবগারি বিভাগের ভূমিকা নিয়ে ৷ যদিও তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যে মদ বিক্রির কোনও অনুমোদন নেই ৷ বিষয়টি কানে যাওয়ায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও ৷ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ৷

আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের অতুল মার্কেট এলাকায় ৷ সেখানে একটি নামি পানশালা রয়েছে ৷ আজ সকালে সেই পানশালার এক কর্মীকে ব্যাগ বোঝাই করে মদের বোতল বের করতে দেখা যায় ৷ শুধু তাই নয়, ওই কর্মী রাস্তার ধারে মদের বোতলগুলি ব্যাগে গোছাচ্ছিলেন ৷ যা দেখার পর স্থানীয়দের একাংশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ ওই কর্মী সাফ জানিয়ে দেন, মালিকের নির্দেশেই তিনি পানশালা থেকে কয়েকটি মদের বোতল বের করে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপরই অসন্তোষ ছড়িয়ে পড়ে এলাকায় ৷ পরিস্থিতি জটিল হচ্ছে দেখে সুযোগ বুঝে মদের ব্যাগ নিয়ে কেটে পড়েন ওই কর্মী ৷

এবিষয়ে স্থানীয় বিবেক রায় বলেন, "যেখানে সাধারণ মানুষ দৈনন্দিন জিনিস সংগ্রহ করতে সমস্যায় পড়ছেন, তখন লকডাউনের সুযোগ নিয়ে মালদা শহরজুড়ে শুরু হয়েছে মদের কালোবাজারি ৷ এর সঙ্গে জড়িত রয়েছে মদের দোকান ও পানশালার মালিকরা ৷ গত কয়েকদিন ধরে এই ঘটনা ঘটে চললেও এখনও পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি ৷ এমন চলতে পারে না ৷"

বিষয়টি অস্বস্তিতে ফেলেছে জেলার আবগারি বিভাগকে ৷ সরকারি নির্দেশিকা না থাকলেও গত দু’তিনদিন ধরে শহরের কয়েকটি মদের দোকান থেকে অল্প সময়ের জন্য মদ বিক্রির অভিযোগ উঠছিল ৷ আজ সকালের এই ঘটনা সেই অভিযোগে নতুন মাত্রা দিল ৷ জেলা আবগারি সুপার শক্তি মুখোপাধ্যায় সাফ জানিয়েছেন, "লকডাউনের মধ্যে পানশালা কিংবা মদের দোকান খোলা রাখার ব্যাপারে সরকারি কোনও অনুমোদন নেই ৷ আজ সকালে মালদা শহরের অতুল মার্কেটে একটি পানশালা থেকে মদ পাচারের অভিযোগ মৌখিকভাবে জানতে পেরেছি ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ অভিযোগ হলে আমরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করব ৷"

শক্তিবাবু খানিকটা গা ছাড়া মনোভাব দেখালেও আবগারি বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক পালদেন শেরপা বলেন, "এমন ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না ৷ আমরা বিষয়টি তদন্ত করে দেখছি ৷” তবে ওই পানশালার মালিকের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি ৷ তিনি নিজের মোবাইল ফোনও বন্ধ রেখেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.