ETV Bharat / state

মে দিবসে ছুটি নয়, কাজ চাইছেন মালদার শ্রমিকরা

author img

By

Published : May 1, 2020, 6:06 PM IST

লকডাউনের জেরে সমস্যা পড়েছে দিন আনা দিন খাওয়া শ্রমিকরা । কারণ টানা এক মাসেরও বেশি সময় ধরে কাজ বন্ধ । নেই রোজগার ।

May Day
মে দিবস

মালদা, 1 মে : মে দিবস । অর্থাৎ শ্রমিকদের দিবস । একটা সময় আট ঘণ্টা কাজের দাবিতে সরব হয়েছিলেন শ্রমিকরা । আর আজ অনেক শ্রমিকের কাজই নেই । তাই বর্তমান পরিস্থিতিতে মে দিবসের ছুটি নয়, বরং কাজ চাইছেন শ্রমিকরা ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে । তা সত্ত্বেও দিনের পর দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা । সেই ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকারও ।

আর এই লকডাউনে সমস্যা পড়েছে দিন আনা দিন খাওয়া শ্রমিকরা । টানা এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ কাজ । হাতের জমানো টাকাও প্রায় শেষ । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সরকারি ত্রাণের ভরসাতেই দিন কাটাতে হচ্ছে তাঁদের । মালদা শহরের গান্ধি পার্ক এলাকার বাসিন্দা গীতা সাহানি বলেন, “আমি নির্মাণ শ্রমিকের কাজ করি । স্বামী রাম সাহানি অসুস্থতার কারণে কাজ করতে পারে না । বাড়িতে উপার্জন করার মতো আর কেউ নেই । এক মাসেরও বেশি সময় ধরে কাজ নেই । হাতে যেটুকু অর্থ ছিল সব শেষ । বাড়িতে খাদ্যসামগ্রী মজুত নেই । গত মাসে রেশন থেকে কিছু খাদ্যসামগ্রী পেয়েছিলাম । তাও শেষ হয়ে গিয়েছে । সরকারিভাবে আর কোনও ত্রাণ পাইনি । সরকার থেকে আমাদের কাজ করার অনুমতি দিলে কিছু পয়সা রোজগার হবে । খাবার কিনে খেতে পাব ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.