ETV Bharat / state

School Reopen: বন্ধ স্কুলে মদের আসর, তালা খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের

author img

By

Published : Oct 28, 2021, 3:20 PM IST

মালদার হরিশচন্দ্রপুরে বন্ধ স্কুলের ভিতরে মদ ও জুয়ার আসর ৷ স্কুল খোলার ঘোষণা হওয়ার পর, তালা খুলতেই নজরে এল সেই দৃশ্য ৷ পুলিশের দ্বারস্থ হবেন বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷

Illegal activities in a school in Harishchandrapur Malda
বন্ধ স্কুলে মদের আসর...! স্কুলের তালা খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের

মালদা, 27 অক্টোবর : 16 নভেম্বর রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলতে চলেছে স্কুল ৷ খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ও ৷ ইতিমধ্যে, রাজ্যের বিভিন্ন স্কুলে স্যানিটাইজেশন ও অন্যান্য জরুরি পদক্ষেপ করা শুরু হয়ে গিয়েছে ৷ তেমনি মালদার হরিশচন্দ্রপুরের ভজমোহন বেসিক হাইস্কুল ও ভজমোহন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের পরিস্থিতি ঠিক কেমন, সেই খোঁজ নিতে গেটের তালা খুলে ভিতরে ঢুকেছিলেন ৷ আর ভিতরে ঢুকেই কপালে চোখ ওঠে তাঁর ৷ স্কুল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, এমনকি জুয়া খেলার কাগজও ৷ এ নিয়ে পুলিশে অভিযোগ জানাতে চলেছে স্কুল কর্তৃপক্ষ ৷

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে স্কুল ৷ আর তার কাছেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ৷ পাশে আইটিআই ৷ করোনাকালে শুধুমাত্র মিড-ডে মিল দেওয়া ছাড়া স্কুল গেটের তালা খোলা হয়নি ৷ কিন্তু, আগামী 16 নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাই ভজমোহন বেসিক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোককুমার দাস সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন ৷ স্কুল চত্বরে ঢুকেই আঁতকে ওঠেন তিনি ৷ ভিতরে ঢুকেই তিনি দেখেন চারদিকে মদের বোতল, গ্লাস, কাগজের ঠোঙা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ তবে এটা প্রথম নয়, এর আগেও স্কুল চত্বরে মদের বোতল পাওয়া গিয়েছিল ৷ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে পুলিশ এলাকা পরিদর্শনও করেছিল ৷

আরও পড়ুন : Adhir Chowdhury: বাড়তে থাকা সংক্রমণের মধ্যে স্কুল খোলা কতটা নিরাপদ ? প্রশ্ন অধীরের

এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোককুমার দাস বলেন, “বহুদিন ধরেই এমন ঘটনা ঘটছে ৷ এর আগে থানাতেও জানানো হয়েছিল ৷ পুলিশি পদক্ষেপে কিছুদিন এসব বন্ধ থাকে ৷ কিন্তু ফের শুরু হয়ে যায় ৷ কিছু অসামাজিক লোকজন এখানে এসব কাজ করে ৷ এ নিয়ে আমি আবার থানায় জানাব ৷ স্কুল চত্বরে অসামাজিক কাজকর্ম বন্ধ করতে এর আগে চারপাশে পাঁচিল দেওয়া হয়েছিল ৷ তখন কিছুদিন এ সব বন্ধ ছিল ৷ কিন্তু, পাঁচিল করার পর স্কুল চত্বরে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় ৷ তার জন্য পাঁচিলের একাংশ ভাঙতে হয়েছিল ৷ ওই ভবন এখনও সম্পূর্ণ তৈরি হয়নি ৷ কিন্তু, পাঁচিলটি ভাঙা অবস্থাতেই থেকে গিয়েছে ৷ সেখান দিয়েই লোকজন স্কুল চত্বরে ঢুকে এ সব অসামাজিক কাজ করছে ৷ সরকারি নির্দেশ অনুযায়ী 16 নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার কথা ৷ তার আগে স্কুল চত্বর পুরোপুরি সাফাই করা হবে ৷ অবশ্য প্রতি মাসে মিড-ডে মিল দেওয়ার আগে স্কুল চত্বর পরিষ্কার করা হয় ৷’’

বন্ধ স্কুলে মদের আসর

আরও পড়ুন : School Re-Open: প্রাকৃতিক দুর্যোগের ক্ষত নিয়েই স্কুল খোলার প্রস্তুতি সুন্দরবনে

যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল চত্বরে এসব ঘটনা ঘটে চলেছে ৷ এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করা হয়েছিল ৷ স্থানীয় বাসিন্দা রাজা দাস বলেন, “স্কুল চত্বরে শুধু মদের বোতল, গ্লাস কিংবা জুয়ার কাগজ নয়, এলাকার অনেক বাড়ি থেকে আবর্জনাও ফেলা হয় ৷ দু’বছর ধরে আমরা কর্তৃপক্ষকে এ নিয়ে নালিশ জানিয়ে আসছি ৷ কিন্তু, শিক্ষকরা কোনও ব্যবস্থা নিচ্ছেন না ৷ এমনকি প্রধান শিক্ষকও কোনও ব্যবস্থা নেননি ৷ সন্ধে হলেই স্কুলের মাঠে বসছে মদ-জুয়ার আসর ৷ গোটা মাঠ জুড়ে বোতলের কাচ ছড়িয়ে রয়েছে ৷ বাচ্চারা খেলাধুলো করতে পারে না ৷ বয়স্করাও সন্ধের পর এখানে আসতে পারেন না ৷ আমরা চাই, স্কুলের মাঠকে পরিষ্কার করে রাখা হোক ৷ এখানে যাতে অসামাজিক কাজকর্ম না হয়, তার ব্যবস্থা করা হোক ৷’’

আরও পড়ুন : School Re-Open : হুগলি জেলায় স্কুল-কলেজ খোলার প্রস্তুতি

আরেক স্থানীয় বাসিন্দা সুরেন ঘোষ জানিয়েছেন, ‘‘16 নভেম্বর স্কুল খুলছে ৷ বাচ্চারা কী এভাবে মদের বোতল, গ্লাসের মধ্যে দিয়ে হাঁটাচলা করবে ? স্কুলের মাঠের এই দৃশ্য দেখে বাচ্চারাই বা কী শিখবে ? স্কুল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতেই হবে ৷ এখন স্কুলের মাঠে গরু-ছাগলের সঙ্গে মানুষও শৌচকর্ম করছে ৷ এসব বন্ধ করা হোক ৷’’ পুরো ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এ নিয়ে কোনও অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.