ETV Bharat / state

বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা

author img

By

Published : Jan 19, 2021, 7:58 PM IST

বিজেপি কর্মীর বাড়ি থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল এলাকায় ৷ কে বা কারা এই ঘটনার জন্য দায়ী, তার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ৷

উদ্ধার হওয়া তাজা বোমা
উদ্ধার হওয়া তাজা বোমা

মালদা,১৯ জানুয়ারি: বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েক মাস বাকি ৷ তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে মালদার চাঁচল ৷ বিজেপি কর্মী শিবশংকর দাসের বাড়ির জানলা থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা বোমা ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অভিযোগের তির তৃণমূলের দিকেই ৷ ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ খবর দেওয়া হয় চাঁচল থানায় ৷ পুলিশ এসে বোমা দুটি নিস্ক্রিয় করে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

শিবশঙ্করের স্ত্রী প্রিয়া দাসের নজরে আসে বোমা দুটি ৷ তিনি বলেন, "সকালে উঠে বাড়ির আবর্জনা ফেলতে যাওয়ার সময় বাড়ির জানলায় বোমা দুটি দেখতে পাই ৷ ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার স্বামীর কোনও ঝামেলা নেই ৷" এই ঘটনার জন্য তিনি শাসক দলকেই দায়ী করেছেন ৷

আরও পড়ুন:মালদায় 11 লাখ নগদ-সহ ব্রাউন সুগার উদ্ধার, ধৃত 2

শিবশংকর জানান, “আজ সকালে আমার স্ত্রী প্রথম জানালায় বোমার মতো দুটি জিনিস দেখতে পান ৷ আমি দেখে বুঝতে পারি, সেগুলি বোমা ৷" পরে তিনি লিখিত অভিযোগও দায়ের করেন চাঁচল থানায় ৷ তাঁর অনুমান, এই ঘটনার জন্য তৃণমূলের লোকজনই দায়ী ৷

বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন," আসন্ন বিধানসভা ভোটের আগে মানুষকে ভয় দেখনোর জন্যই এরকম নোংরা কাজ করেছে তৃণমূলের লোকজন ৷" তিনি আরও বলেন, "চাঁচলে এমন রাজনৈতিক পরিবেশ আগে ছিল না ৷ সমস্ত দলের কর্মীদের মধ্যে ভাতৃত্ববোধ ছিল ৷ গত দু’বছর ধরে এই সম্পর্ক কেউ বা কারা নষ্ট করে চলেছে ।"

বাড়ি থেকেই উদ্ধার হয় তাজা বোমা

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিজেপিকে কটাক্ষ করে বলেন,"বিজেপি নিজেরাই একটি সন্ত্রাসবাদী দল ৷ সামনে নির্বাচন তাই এরা নিজেরাই বাড়িতে বোমা রেখে সংবাদমাধ্যমের সামনে আসতে চাইছে ৷ পুলিশের কাছে এ-ব্যাপারে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.