ETV Bharat / state

Delhi Fire Death: দিল্লির অগ্নিকাণ্ডে মৃত মালদার 3, প্রাণ গেল ইসলামপুরের যুবকেরও

author img

By

Published : Mar 31, 2023, 9:07 PM IST

Etv Bharat
দিল্লির অগ্নিকাণ্ডে মৃত মালদার তিন

শুক্রবার দিল্লির শাস্ত্রী পার্কে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় মালদার তিন ও ইসলামপুরের এক ব্যক্তির প্রাণ গিয়েছে ৷

মালদা, 31 মার্চ: উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্কে অগ্নিকাণ্ডে মৃত ছ’জনের মধ্যে 4 জন এ রাজ্যের বাসিন্দা ৷ এদের মধ্যে তিনজন মালদা ও একজন উত্তর দিনাজপুরের বাসিন্দা ৷ শুক্রবার সন্ধ্যায় এই খবর জেলায় এসে পৌঁছেছে ৷ যদিও প্রশাসনিকভাবে এখনও সেই বিষয়ে কিছু বলা হয়নি ৷ তবে ইটিভি ভারতের কাছে খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ৷

উল্লেখ্য, শুক্রবার সকালে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় মাছি মার্কেটের কাছে একটি বাড়িতে আগুন লাগে ৷ খবর পেয়ে ওই বাড়ি থেকে ন’জনকে উদ্ধার করে পুলিশ ও দমকল কর্মীরা ৷ তাঁদের স্থানীয় জগপ্রবেশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় ছ’জনের ৷ মৃতদের মধ্যে 3 জন রাজ্যের মালদার রতুয়া ও মানিকচকের বাসিন্দা ৷ একজনের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৷

এই অগ্নিকাণ্ডে মালদা জেলার যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের ফজলু চৌধুরী (40), রতুয়া 2 নম্বর ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের নাগরাই গ্রামের টুলু শেখ (42) এবং মানিকচক ব্লকের মোহনা গ্রামের মহম্মদ জাহেদুল হক (48) ৷ ইতিমধ্যেই ওই তিনজনের পরিবারে তাঁদের মৃত্যুর খবর এসে পৌঁছেছে ৷ অগ্নিকাণ্ডে ইসলামপুরের মৃত ব্যক্তির নাম পাশিরুল (37) ৷ তবে ইসলামপুরের ঠিক কোথায় তাঁর বাড়ি, তা এখনও জানা যায়নি ৷

বৈকুণ্ঠপুরের ফজলু চৌধুরীর পরিবারের তরফে জানা গিয়েছে, মাস দুয়েক আগে তিনি দিল্লি গিয়েছিলেন ৷ বাড়িতে তাঁর স্ত্রী আফসানা খাতুন ছাড়াও রয়েছেন বিধবা বোন ৷ দিল্লিতে টোটো চালাতেন তিনি ৷ মাছি বাজারের ওই বাড়িতে আরও কয়েকজনের সঙ্গে থাকতেন ফজলু ৷ আফসানা জানান, এদিন সকালেও স্বামীর সঙ্গে ফোনে কথা হয় ৷ বাড়ির সবার খোঁজখবর নেন তিনি ৷ ঈদের আগে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন ফজলু চৌধুরী ৷ কিন্তু, হঠাৎ দুপুরে ফোন আসে ৷ সেখানেই জানানো হয় আগুন লেগে তিনি মারা গিয়েছেন ৷

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দিল্লিতে মৃত 6

এদিন ইটিভি ভারতের কাছেই দিল্লির দুর্ঘটনায় মালদার তিন বাসিন্দা মৃত্যুর খবর প্রথম জানতে পারেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ৷ তিনি বলেন, "সরকারিভাবে এই খবর আমাদের কাছে এখনও আসেনি ৷ আপনাদের কাছেই ঘটনাটি জানতে পারলাম ৷ আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করছি ৷" এই খবর জানার পর মৃতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.