ETV Bharat / state

Child Recovered from Ganga: বিসর্জনেই নতুনের আবাহন ! গঙ্গায় ভেসে যাওয়া শিশুকন্যাকে উদ্ধার গ্রামবাসীদের

author img

By

Published : Oct 7, 2022, 5:48 PM IST

floating new born child in Ganga recovered from Malda
বিসর্জনেই নতুনের আবাহন ! গঙ্গায় ভেসে যাওয়া ফুটফুটে শিশুকন্যাকে উদ্ধার গ্রামবাসীদের

এ যেন বিসর্জনেই নতুনের আবাহন ! গঙ্গায় ভেসে যাওয়া ফুটফুটে শিশুকন্যাকে উদ্ধার (Durga Puja 2022) করলেন মালদার রতুয়ার গ্রামবাসীরা (Child Recovered from Ganga)৷ শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে (Malda Child)৷

মালদা, 7 অক্টোবর: এ যেন বিসর্জনের দিনে দেবীর আবাহন ৷ রাজ্য সরকারের ঘোষিত দুর্গাপুজোর কার্নিভালে যেদিন মৃণ্ময়ী দেবীর বিসর্জন হচ্ছে, সেদিনই রক্তমাংসের আরেক দেবীর যেন আবির্ভাব হল মালদায় (Child Recovered from Ganga)৷ গঙ্গায় ভেসে যাওয়া ফুটফুটে এক কন্যাসন্তানকে উদ্ধার করলেন রতুয়ার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের নয়া বিলাইমারি গাঁয়ের মানুষজন ৷ রতুয়া থানার পুলিশ ওই কন্যাকে পাঠিয়েছে মালদা মেডিক্যাল কলেজে ৷ এখন সেখানেই চিকিৎসাধীন একরত্তি ৷ হাসপাতাল সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ রয়েছে সেই শিশুকন্যা (Malda Child)৷

দুর্গাপুজোর রেশ এখনও কাটেনি ৷ চারদিকে উৎসবের পরিবেশ ৷ আজ সকালে বিহার সংলগ্ন নয়া বিলাইমারি গ্রামের কিছু মানুষ গঙ্গার ধারে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন ৷ ক’দিন আগেই গ্রাম থেকে নেমেছে গঙ্গার জল ৷ বন্যায় চাষবাসের ক্ষয়ক্ষতি নিয়েই তাঁদের আলোচনা চলছিল ৷ হঠাৎ তাঁদের নজরে পড়ে, গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে একটি প্লাস্টিকের বেলুনের মতো জিনিস ৷ তার মধ্যে যেন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে ৷ এরপরেই সবাই গঙ্গার ধার দিয়ে স্রোতের অভিমুখে ছুটতে থাকেন ৷ একসময় তাঁরা নৌকায় চেপে প্রায় মাঝগঙ্গা থেকে ওই প্লাস্টিকের বাথটব থেকে শিশুটিকে উদ্ধার করেন ৷ চড়া রোদে শিশুটি তখন হাত-পা ছুড়ে কাঁদছে (Durga Puja 2022)৷

গ্রামবাসীরা বলছেন, আর কিছুদূরেই গঙ্গা আর কোশি নদীর সঙ্গম ৷ বাচ্চাটি কোনওভাবে সেখানে চলে গেলে আর হয়তো তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা যেত না ৷ দুই নদীর স্রোতের পাকে সে তলিয়ে যেত ৷ তবে বাচ্চাটি যে বিহার থেকে ভেসে এসেছে, সে ব্যাপারে গ্রামের সবাই নিশ্চিত ৷

আরও পড়ুন: দেবীপক্ষে উদ্ধার সদ্যোজাত কন্যা !

গঙ্গা থেকে শিশু উদ্ধারের খবর চাউর হতেই নদীর তীরে মানুষের ভিড় জমে যায় ৷ খবর যায় রতুয়া থানায় ৷ উদ্ধার হওয়া শিশুকন্যাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বাচ্চাটিকে দুধ খাইয়ে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় মালদা মেডিক্যালে ৷ যে গ্রামবাসী নদী থেকে শিশুটিকে উদ্ধার করেছিলেন, সেই নয়া বিলাইমারি গ্রামের বাসিন্দা মহম্মদ আকমল হোসেন জানান, “আমরা তখন নদীর ধারে বসেছিলাম ৷ বাচ্চাটা গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছিল ৷ দূর থেকে কান্নার আওয়াজ পেয়ে আমরা চমকে যাই ৷ দেখি, প্লাস্টিকের বেলুনে বাচ্চাটা গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে ৷ ওই বেলুনটিকে নজরে রেখে নদীর ধার বরাবর ছুটতে শুরু করি ৷ বাচ্চাটি দু’রশি দূর দিয়ে ভেসে যাচ্ছিল ৷ পরে একটি নৌকা নিয়ে আমি বাচ্চাটিকে জল থেকে উদ্ধার করি ৷ প্রথমে তাকে নিয়ে যাই রতুয়া থানায় ৷ সেখান থেকে মালদা মেডিক্যালে নিয়ে এসেছি ৷”

গঙ্গায় ভেসে যাওয়া ফুটফুটে শিশুকন্যাকে উদ্ধার গ্রামবাসীদের

এ নিয়ে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, “আজ নয়া বিলাইমারি গ্রামের বাসিন্দারা গঙ্গা থেকে একটি শিশুকন্যাকে উদ্ধার করেছেন ৷ শিশুটি একটি প্লাস্টিকে লাইফ বয়ায় নদীতে ভাসছিল ৷ দিন পনেরোর বাচ্চাটিকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে ৷ কীভাবে বাচ্চাটি নদীতে ভেসে এল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.