ETV Bharat / state

10 লাখ টাকার জালনোট উদ্ধার বিএসএফের

author img

By

Published : Jun 11, 2021, 8:57 PM IST

জওয়ানরা ধাওয়া করলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই জালনোটের কারবারীরা ।

জালনোট
জালনোট

মালদা, 11 জুন : পাচারের আগেই বিএসএফের হাতে ধরা পড়ল বড়সড় অঙ্কের জালনোট ৷ ঘটনাটি মালদা জেলার বৈষ্ণবনগরের ৷ 10 লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে বিএসএফ ৷ উদ্ধার হওয়া জাল নোটগুলি বৈষ্ণনগর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷

বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে শোভাপুর বিওপিতে কিছু জাল নোট কারবারী কাঁটাতারের ওপার থেকে ভারতীয় নোট এপারে ছুড়ে দেয় । বিষয়টি নজরে আসে শোভাপুর বিওপিতে কর্মরত 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের । জওয়ানরা ধাওয়া করলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই জালনোটের কারবারীরা । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 10 লাখ টাকার জালনোট । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দুই হাজার টাকার ।

আরও পড়ুন : তুফানগঞ্জে খাবার বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

বিএসএফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিএসএফ জওয়ানরা নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন । সীমান্ত এলাকায় পাচার রুখতে বিএসএফের নাইট পেট্রোলিং জারি রয়েছে । পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতে নাইট ইকুইমেন্ট ইনস্টল করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.