ETV Bharat / state

কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে তাঁর, বাড়িতে এখনও চলছে সিবিআই তল্লাশি; কে এই শ্যামল সিং?

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 5:32 PM IST

Updated : Dec 14, 2023, 7:00 PM IST

শ্যামল সিংয়ের বাড়িতে এখনও চলছে সিবিআই তল্লাশি
CBI Search Operation in Coal Scam Case

CBI Search Operation in Coal Scam Case: অবসরপ্রাপ্ত সিআইএসএফ জওয়ান শ্যামল সিং ৷ তাঁর বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে চলছে সিবিআই তল্লাশি ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ কে এই শ্যামল সিং? পড়ুন বিস্তারিত...

বাড়িতে এখনও চলছে সিবিআই তল্লাশি

মালদা, 14 ডিসেম্বর: কয়লা পাচারকাণ্ডে নাম জড়াল মালদারও ৷ একইসঙ্গে নাম জড়াল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফের ৷ বৃহস্পতিবার সিবিআইয়ের 4 সদস্যের একটি দল এক অবসরপ্রাপ্ত সিআইএসএফ জওয়ান শ্যামল সিংয়ের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালায় ৷ সেই তল্লাশি এখনও চলছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ কে এই শ্যামল সিং রইল বিস্তারিত...

  • শ্যামল সিং-শ্যামল সিংয়ের বাড়ি রতুয়ার কাহালায় ৷ বয়স 57 বছর ৷ তিনি আগে সিআইএসএফের জওয়ান ছিলেন ৷ বছর সাতেক আগে অবসর নিয়েছেন ৷ বর্তমানে জমির ব্যবসায়ী হিসাবে পরিচিত তিনি ৷ কাহালায় প্রাসাদ প্রমাণ বাড়ি তাঁর ৷ কলকাতার ভবানীপুর, আসানসোলের পুরাতন হাটেও তাঁর বাড়ি রয়েছে ৷ মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে রয়েছে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ৷ এদিন চার জায়গাতেই অভিযান চালায় সিবিআই ৷ তবে ভবানীপুরের বাড়ি তালাবন্ধ থাকায় সেখানে সিবিআই আধিকারিকরা ঢুকতে পারেননি ৷
  • কী হয় এদিন? সকাল আটটা নাগাদ কাহালার বাড়িতে হানা দেয় চার সদস্যের সিবিআইয়ের দলটি ৷ তখন শ্যামল সিং ওই বাড়িতেই ছিলেন ৷ সিবিআই আধিকারিকরা বাড়িতে ঢুকেই সবার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি ৷ বেলা 12টা পর্যন্ত চলে সেই অভিযান ৷ এই সময় ওই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি ৷ বেরোতেও দেওয়া হয়নি কাউকে ৷ বেলা 12টা 3 মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকরা ৷
  • আরও কী হয়? সিবিআই আধিকারিকদের হাতে লাল শালুতে মোড়া একটি প্যাকেট দেখা যায় ৷ তাঁরা শ্যামলবাবুর গাড়িচালককে নিয়ে কোথাও বেরিয়ে যান ৷ প্রায় 45 মিনিট পর ফের তাঁরা ফিরে আসেন ৷ আবারও বাড়ির ভিতরে ঢোকেন ৷ মিনিট পাঁচেক পর শ্যামলবাবুর গাড়ির চালককে নিয়ে তাঁরা বাইরে এসে ওই চালককে নিয়েই মালদা শহরের দিকে চলে যান ৷ তবে কাহালায় কাউকে গ্রেফতার করা হয়নি ৷ পরে জানা যায়, শ্যামলবাবু বাড়ির পিছন দিকের দরজা দিয়ে বেরিয়ে অন্য একটি গাড়িতে মালদা চলে গিয়েছেন ৷ এরপরেই সিবিআই আধিকারিকরা শ্যামলবাবুর মালদার ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন ৷

সিবিআইয়ের হানা দেওয়ার কথা জানা ছিল না পুলিশেরও ৷ তল্লাশি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর শ্যামল সিংয়ের বাড়িতে উপস্থিত হয় রতুয়া থানার পুলিশ ৷ এই ঘটনা নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি সিবিআই আধিকারিকরাও ৷ অদ্ভূতভাবে মুখে কুলুপ গ্রামবাসীদেরও ৷ কেউই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নয় ৷

  • আর কী জানা গেল? অনেক চেষ্টার পর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানালেন, সিআইএসএফ জওয়ান থাকাকালীন শ্যামলবাবু আসানসোলে পোস্টিং ছিলেন ৷ সেখানে কোল ইন্ডিয়ার কোনও আধিকারিকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন ৷ তখন থেকেই তিনি ফুলেফেঁপে ওঠেন ৷ 2000 সালের পর থেকে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন ৷ শুধুমাত্র রতুয়াতেই তাঁর সম্পত্তির পরিমাণ 200 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে ৷
  • কী পাওয়া গিয়েছে? সিবিআই আধিকারিকরা লাল শালুতে বেঁধে যে নথি নিয়ে গিয়েছেন, তার মধ্যে শ্যামলবাবুর সম্পত্তির অনেক কাগজ রয়েছে ৷ এদিকে মালদা শহরে শ্যামলবাবুর ফ্ল্যাটে গিয়েও চোখ কপালে ওঠে সিবিআই আধিকারিকদের ৷ ওই অ্যাপার্টমেন্টে মোট 3টি ফ্ল্যাট রয়েছে তাঁর ৷ প্রতিটি ফ্ল্যাট 3তলায় ৷ এর মধ্যে একটি 4 কামরাবিশিষ্ট ফ্ল্যাট ৷ বাকি দু'টি ফ্ল্যাটকেও এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ৷ জানা যাচ্ছে, এখান থেকেও বেশ কিছু নথি সংগ্রহ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ তবে তল্লাশি এখনও শেষ হয়নি ৷

জানা যাচ্ছে, এই ফ্ল্যাটে গৃহপ্রবেশের সময় তৃণমূলের জেলা স্তরের এক নেত্রীকেও দেখা গিয়েছিল ৷ তাঁর সঙ্গে শ্যামলবাবুর কী সম্পর্ক, সেটাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সদস্যরা ৷

ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী কার্তিক সাহা বলেন, "আগে কিছু বুঝতে পারিনি ৷ পরে শুনলাম, সিবিআই এসেছে ৷ শ্যামল সিং এখানে থাকে না ৷" স্থানীয় এক বাসিন্দা অভিষেক বসু বলেন, "এই ঘটনায় আমরা অবাক ৷ তবে শ্যামল সিং কে? আমরা জানি না ৷ তাঁকে চোখেও দেখিনি ৷"

কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও সিবিআইয়ের অধরা ৷ সুপ্রিম কোর্টের রক্ষাকবচ এখনও তাঁকে গ্রেফতারির হাত থেকে বাঁচিয়ে রেখেছে ৷ তবে তাঁর ডায়েরি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেই ডায়েরিতে থাকা নাম ধরে অভিযান চালানো হচ্ছে ৷ জানা যাচ্ছে, সেই ডায়েরিতে নাম রয়েছে শ্যামল সিংয়ের ৷ সেই ভিত্তিতেই এদিন তাঁর বাড়িতে অভিযান চালায় সিবিআই ৷

আরও পড়ুন:

  1. কয়লা পাচার চক্রে রাজ্যের এক ডজন জয়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!
  2. 'কলেজের প্রিন্সিপাল পার্থ ঘনিষ্ঠ', সিবিআই তদন্তের দাবি চেয়ে ক্যাম্পাসে পড়ল পোস্টার!
  3. সিবিআই-ইডি তদন্ত চলাকালীনই বিপুল পরিমাণ বেআইনি কয়লা উদ্ধার অণ্ডালে
Last Updated :Dec 14, 2023, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.