ETV Bharat / state

CM Mamata Banerjee: দুর্ঘটনায় ও ভিনরাজ্যে নিহতদের পরিবারকে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jan 31, 2023, 4:27 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

মালদার প্রশাসনিক সভা থেকে বাস দুর্ঘটনা এবং ভিনরাজ্যে নিহতদের পরিবারকে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি এই সভা থেকেই 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷

মালদা, 31 জানুয়ারি: সভায় বক্তব্য রাখার শুরুতেই সোমবার রাতের বাস দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুই পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি ও দু'লক্ষ করে টাকা সাহায্য দেওয়ার ঘোষণা করেন এদিন তিনি ৷ পাশাপাশি মিজোরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত তিন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে দু'লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee announces ex gratia) ৷ একইসঙ্গে তিনি 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এদিন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রের প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্যে 10 কোটি জবকার্ডধারীকে কাজ দেওয়া হয়েছে ৷

সোমবার রাতের দুর্ঘটনায় রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর: আজ প্রশাসনিক সভায় বক্তব্যের প্রথমেই সোমবার রাতের দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী পুরো ঘটনার দায় দুর্ঘটনাগ্রস্থ বাসের চালকের উপর চাপিয়ে দেন ৷ তিনি বলেন, "আমি শুনেছি, খুব বেপরোয়াভাবে বাস চালানো হচ্ছিল ৷ ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটেছে ৷ আমি এর পূর্ণাঙ্গ রিপোর্ট চাই ৷ দুর্ঘটনাও এক ধরনের খুন ৷ দুর্ঘটনায় মৃত শাঁওলি হাঁসদা ও নিয়তি সরকারের দুই পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে ৷ সঙ্গে প্রতিটি পরিবারকে দু'লক্ষ টাকা সাহায্যও দেওয়া হবে ৷"

তিনি আরও বলেন, "ফিরহাদ হাকিম ও গোলাম রব্বানিকে ওই দুই পরিবারের পাশে দাঁড়াতে বলা হয়েছে ৷ তাঁদের সবরকম সাহায্য করতে বলা হয়েছে ৷ এছাড়াও মিজোরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত তিন শ্রমিকের পরিবারকে সরকারের তরফে দু'লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হল ৷ এই টাকা তাঁদের কাজে আসবে ৷ তবে যাঁরা বাইরে কাজ করতে যাবেন, তাঁরা যেন নিজেদের যাবতীয় তথ্য প্রশাসনের কাছে জমা দিয়ে যান ৷ খুব তাড়াতাড়ি এই সিস্টেম চালু করা হচ্ছে ৷ এখানে অনেক কাজ আছে ৷ আর বাইরে কাউকে কাজে যেতে হবে না ৷"

কেন্দ্রীয় সরকারকে তোপ মমতার: এদিন মঞ্চ থেকে রাজ্য সরকারের 32টি প্রকল্পের সুবিধে 32 জনের হাতে তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তিনি দাবি করেন, যারা 100 দিনের কাজ করেছিল, ভারত সরকার তাদের সাত হাজার কোটি টাকা দেয়নি ৷ এ বছর বাংলাকে 100 দিনের কাজে একটাও কোটা দেওয়া হয়নি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "প্রচণ্ড আর্থিক সমস্যায় থাকলেও আমরা প্রায় 10 কোটি জবকার্ডধারীকে কাজ দিয়েছি ৷ দিল্লির নেতারা নির্বাচনের সময় শুধু কুৎসা করে ৷ রাজ্যের টাকা কেন্দ্র তুলে নেয় ৷ ওরা এখন অর্থনীতির থেকে বেশি রাজনীতি করছে ৷ জনকল্যাণের কাজ করছে না ৷ শুধু কেন্দ্রের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করছে ৷ উন্নাও, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতে প্রচুর কেলেঙ্কারি ৷ সেখানে কটা দল যায়? আর কেন্দ্রীয় সরকারের তো একগুচ্ছ কেলেঙ্কারি ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভাস্থলে প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 40

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.