ETV Bharat / state

Woman Murdered in Malda: পেরিয়েছে 24 ঘণ্টার বেশি সময়, শনাক্ত হল না মালদায় উদ্ধার ক্ষতবিক্ষত মহিলার দেহ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 5:36 PM IST

Woman body recovery
মালদায় ক্ষতবিক্ষত মহিলার দেহ উদ্ধার

24 ঘণ্টার বেশি সময় পেরলেও মেলেনি পরিবারের খোঁজ ৷ তদন্তে গতি আনতে হরিশ্চন্দ্রপুরে খুন হওয়া মহিলার পরিচয় জানতে উদগ্রীব পুলিশ ৷ দেহ শনাক্ত করতে পারল না হাসপাতালে আসা এক নিখোঁজের পরিবার ৷

মালদা, 16 অক্টোবর: পেরিয়ে গিয়েছে 24 ঘণ্টারও বেশি সময় ৷ এখনও হরিশ্চন্দ্রপুরের কুশিদায় নিহত মহিলার পরিচয় জানা যায়নি ৷ সোমবার চাঁচলের একটি গ্রামের এক নিখোঁজ বধূর পরিবারের লোকজন দেহটি শনাক্ত করতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে আসেন ৷ কিন্তু সেটি তাঁদের পরিবারের নিখোঁজ সদস্যের দেহ নয় বলে জানিয়ে দেন তাঁরা ৷ এই মুহূর্তে আগে নিহত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশের অনুমান, ওই মহিলার পরিচয় জানা গেলেই গোটা ঘটনা সামনে বেরিয়ে আসবে ৷

রবিবার সকালে কুশিদা গ্রাম পঞ্চায়েতের চোচপাড়া বাঁধবান এলাকায় ধানের জমির পাশ থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ তাঁর শরীরের একাধিক জায়গায় ছুরির কোপ ছিল ৷ মুখ অ্যাসিড বা অন্য কিছু দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ দেহের পাশ থেকে উদ্ধার হয়েছিল ছুরি, কনডোম, অ্যাসিডের বোতল, লঙ্কার গুঁড়ো, গ্লাভস, মশা তাড়ানোর ধূপকাঠি প্রভৃতি ৷ তদন্তের স্বার্থে সেসব বাজেয়াপ্ত করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷

বিহারগামী রাস্তার ধার থেকে দেহটি উদ্ধার হওয়ায় এলাকার মানুষ অনুমান করেছিলেন, এই ঘটনার সঙ্গে বিহারের দুষ্কৃতীদের যোগ থাকতে পারে ৷ কারণ, ওই রাজ্যের দুষ্কৃতীরা প্রায়শই মদ কিনতে এলাকায় আসে ৷ এলাকায় একাধিক সমাজবিরোধীমূলক কাজকর্মের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশও ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় মহিলার পরিচয় ৷ স্থানীয়রা জানিয়ে দেন, নিহত মহিলা এলাকার নয় ৷ এরপরেই মৃতার পরিচয় জানতে জেলার প্রতিটি থানার সঙ্গে যোগাযোগ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ যোগাযোগ করা হয় এলাকা সংলগ্ন বিহারের থানাগুলির সঙ্গেও ৷

অবশেষে এ দিন সকালে চাঁচলের একটি গ্রামের এক বধূর নিখোঁজ থাকার ঘটনা সামনে আসে ৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ পুলিশই ওই পরিবারের লোকজনকে মালদা মেডিক্যালে নিয়ে আসে ৷ আসেন নিখোঁজ বধূর স্বামী হালিম শেখও ৷ দেহ দেখার পর হালিম বলেন, "বাপের বাড়ি যাবে বলে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল আমার স্ত্রী ৷ কিন্তু বাপের বাড়ি থেকে ও হঠাৎ নিখোঁজ হয়ে যায় ৷ এরই মধ্যে শুনতে পাই কুশিদা এলাকা থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে ৷ ওই দেহটি শনাক্ত করতে আজ আমাদের মালদা মেডিক্যালে নিয়ে আসা হয় ৷ কিন্তু এই মহিলা আমার স্ত্রী নয় ৷ মৃতার কোনও কিছুই আমার স্ত্রীর সঙ্গে মিলছে না ৷ আমি পুলিশকে সেকথা জানিয়ে দিয়েছি ৷"

আরও পড়ুন: অ্যাসিডে ঝলসানো মুখ, ধানখেতে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ; পাশে ছড়িয়ে কনডোম !

হরিশ্চন্দ্রপুর থানার এক আধিকারিক বলেন, "আপাতত আমরা মৃতার পরিচয় জানার চেষ্টা করছি ৷ পরিচয় পাওয়া গেলেই ঘটনার তদন্তে গতি আসবে ৷ আশা করছি, আগামিকাল ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে ৷ সেটা পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.