ETV Bharat / state

Body Recover: নদী থেকে উদ্ধার নিখোঁজ নাবালকের দেহ, খুনের দাবি বাবার

author img

By

Published : May 19, 2023, 1:17 PM IST

নদী থেকে নাবালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ পরিবারের পক্ষ থেকে খুনের দাবি করা হয়েছে ৷ মৃত নাবালকের নাম সূর্য কর্মকার ৷ বয়স 10 বছর ৷

Etv Bharat
প্রতীকী ছবি

মালদা, 19 মে: সকাল থেকে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ মালদার মহানন্দা নদী থেকে উদ্ধার হয়েছে ওই নাবালকের দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় বাগান পাড়া এলাকায় ৷ নাবালকের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷ মৃতের নাম সূর্য কর্মকার (10) ৷

সূর্য স্থানীয় এক প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া ৷ বাবা লুটু কর্মকার পেশায় শ্রমিক ৷ মা শম্পা কর্মকার গৃহ পরিচারিকার কাজ করেন ৷ তাঁদের তিন সন্তান ৷ সূর্ষ ছাড়াও আছে দুই মেয়ে ঝিলিক ও বর্ষা ৷ লুটুবাবুর পৈতৃক বাড়ি সাহাপুর অঞ্চলেরই নিত্যানন্দপুর গ্রামে ৷ তবে পারিবারিক কারণে বছর চারেক ধরে শ্বশুরবাড়িতে থাকতেন ৷

ছেলেকে না পেয়ে ইতিমধ্যেই বৃহস্পতিবার মালদা থানায় ছেলের নামে নিখোঁজ ডায়ারি করেন লুটুবাবু ৷ এরপরেই পুলিশ প্রাথমিক তদন্তও শুরু করে ৷ নজরে আসে নদীর জলে একটি দেহ ভাসছে ৷ দেহটি উদ্ধর হতে সূর্যের দেহ বলে সনাক্ত হয় ৷ নদী থেকে সূর্যের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় ৷ খবর পেয়ে উপলস্থিত হন স্থানীয় থানার পুলিশ ও মালদা থানার আইসি হীরক বিশ্বাস ৷ নদী থেকে সূর্যের দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠান তাঁরা ৷

আরও পড়ুন: রাজ্যে অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নবান্নে

মৃত ওই নাবালকের বাবা লুটুবাবুর দাবি করেছেন, তাঁর ছেলেকে কেউ বা কারা খুন করে নদীতে ফেলে দিয়েছে ৷ মৃতদেহের ময়নাতদন্ত হলেই বিষয়টি পরিষ্কার হবে ৷ তবে তিনি এনিয়ে এখনও মালদা থানায় কোনও লিখিত অভিযোগ করেননি ৷ সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে চাননি ৷ স্থানীয় বাসিন্দা স্বাধীন সাহা জানালেন, "এই পরিবার বেশ কিছুদিন ধরে এখানেই রয়েছে ৷ এখানে মৃত ছেলেটির মামার বাড়ি ৷ খুব গরিব পরিবার ৷ সকাল 11টা থেকে ওর কোনও খোঁজ মিলছিল না ৷ গ্রামের মেয়ে-বউরা নদীতে স্নান করতে যাওয়ার সময় ওকে মহানন্দার পাড়ে দেখতে পেয়েছিল ৷ কিন্তু তারপর থেকে ছেলেটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ খবর পেয়ে দুপুরে পুলিশ এসেছিল ৷ কিন্তু পুলিশ অফিসার জানিয়েছিলেন, 24 ঘণ্টা না পেরোলে তাঁরা তদন্ত শুরু করবেন না ৷ শেষ পর্যন্ত সন্ধের পর নদীতে ছেলেটির দেহ পাওয়া যায় ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.