ETV Bharat / state

মালদার বৈষ্ণবনগরে নৌকাডুবি, মৃত 3

author img

By

Published : Oct 9, 2019, 1:26 AM IST

ছবি

বৈষ্ণবনগরের কৃষ্ণপুরে নৌকাডুবিতে মৃত্যু হল তিনজনের ৷ মৃতদের নাম ধীরাজ মণ্ডল (11), জুলি মণ্ডল (6) ও প্রেমকুমার মণ্ডল (8)৷ তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ বাকিদের খোঁজ তল্লাশি চলছে ৷ মালদা থেকে ডুবুরি এসে পৌঁছেছে ঘটনাস্থানে ৷

মালদা, 9 অক্টোবর : চাঁচলের স্মৃতি এখনও তাজা ৷ তার রেশ না কাটতেই ফের নৌকাডুবি ৷ এবার বৈষ্ণবনগরের কৃষ্ণপুরে নৌকাডুবিতে মৃত্যু হল তিনজনের ৷ মৃতদের নাম ধীরাজ মণ্ডল (11), জুলি মণ্ডল (6) ও প্রেমকুমার মণ্ডল (8)৷ তাদের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ আরও কেউ জলে তলিয়ে গেছে কি না তার খোঁজ চলছে৷

সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে এখনও বৈষ্ণবনগরের বিস্তীর্ণ এলাকা ডুবে রয়েছে গঙ্গার জলে৷ আজও গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে৷ স্থানীয়দের তরফে জানা গেছে, গতরাতে ভবানী মণ্ডলপাড়া থেকে মহেন্দ্রপুরে পুজোর ভাসান দেখতে যাচ্ছিল কয়েকজন ৷ সাড়ে আটটা নাগাদ কৃষ্ণপুর গ্রামের কাছে নৌকাটি হঠাৎ উলটে যায়৷ জলে তলিয়ে যায় বেশ কয়েকজন ৷ সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করতে জলে ঝাঁপ দেয় গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ ঘটনাস্থানে রয়েছেন কালিয়াচক 3-এর BDO ৷ স্থানীয়দের তরফে জানা গেছে, ছোটো নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেছিল ৷ তার জেরেই নৌকা উলটে যায়৷ যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে একটি ইটভাটা রয়েছে ৷ এখন সেই এলাকাও গঙ্গার জলের তলায় ৷

বৈষ্ণবনগর থানার IC সঞ্জয় বিশ্বাস বলেন, "রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি ৷ এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার হয়েছে ৷ তারা সবাই ভবানী মণ্ডলপাড়ার বাসিন্দা ৷ ভাসান দেখতেই মহেন্দ্রপুর যাচ্ছিল তারা ৷ আরও কেউ জলে তলিয়ে গেছে কি না তার খোঁজ চলছে ৷ মালদা থেকে ডুবুরি এসে পৌঁছেছে ঘটনাস্থানে৷"

এর আগে 3 অক্টোবর পঞ্চমীর সন্ধ্যায় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা ৷ ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছিল ।

Intro:মালদা, ০৯ অক্টোবর : চাঁচলের স্মৃতি এখনও অটুট৷ তার রেশ মিলাতে না মিলাতেই ফের নৌকাডুবির ঘটনা ঘটল মালদায়৷ এবার বৈষ্ণবনগরের কৃষ্ণপুরে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে তিন কিশোর-কিশোরীর৷ তাদের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এখনও এলাকায় চলছে তল্লাশি৷ Body:         সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে এখনও বৈষ্ণবনগরের বিস্তীর্ণ এলাকা ডুবে রয়েছে গঙ্গার জলে৷ আজও গঙ্গার জল চরম বিপদসীমার উপর দিয়ে বইছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে ভবানী মণ্ডলপাড়া থেকে মহেন্দ্রপুরে পুজোর ভাসান দেখতে যাচ্ছিল কিছু গ্রামবাসী৷ সেই নৌকায় ছিল কয়েকজন শিশু-কিশোরও৷ কৃষ্ণপুর গ্রামের কাছে নৌকাটি হঠাৎ উলটে যায়৷ যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে একটি ইটভাটা রয়েছে৷ এখন সেই এলাকা গঙ্গার জলের তলায়৷ জায়গাটি বেশ নীচু৷ জমা জলেই এই দুর্ঘটনা ঘটে৷ ছোটো নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠার জন্য এদিনও নৌকা উলটে যায়৷ জলে তলিয়ে যায় বেশ কয়েকজন৷ এদিকে নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ৷ তলিয়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় গ্রামবাসীরা৷ আপাতত তিন কিশোর-কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে৷ এলাকায় রয়েছেন কালিয়াচক ৩-এর বিডিও৷ Conclusion:         বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, “এদিন রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি৷ আপাতত তিন কিশোর-কিশোরীর দেহ উদ্ধার হয়েছে৷ তাদের নাম ধীরাজ মণ্ডল (১১), জুলি মণ্ডল (৬) ও প্রেমকুমার মণ্ডল (৮)৷ তারা সবাই ভবানী মণ্ডলপাড়ার বাসিন্দা বলে জানা গেছে৷ দুর্গার ভাসান দেখতে তারা মহেন্দ্রপুর যাচ্ছিল৷ এর বেশি এখনও কিছু জানা যায়নি৷ আর কেউ জলে তলিয়ে গেছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে৷ মালদা থেকে ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছেছে৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.