ETV Bharat / state

সমস্যা না মিটলে ভোট নয়, মালদার গ্রামে ভোট বয়কটের হুমকি

author img

By

Published : Apr 6, 2021, 10:40 PM IST

মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই গ্রাম ৷ এই পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির মিলিজুলি বোর্ড ৷ পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি তৃণমূলের ৷ উপপ্রধান গৌতম দাস বিজেপির ৷

vote boycott
vote boycott

মালদা, 6 এপ্রিল : গ্রামে রাস্তা সংস্কারের বোর্ড লাগানো আছে ৷ কিন্তু পিচের চাদর উঠে কঙ্কালসার দশা ৷ গোটা গ্রামে পানীয় জলের জন্য একটাই সরকারি গভীর নলকূপ ৷ সেটিও দেহ রেখেছে ৷ যখন সুস্থ ছিল তখনও লোহা মিশ্রিত লাল জল বেরোত ৷ এই দুই সমস্যায় জেরবার গ্রামবাসীরা ৷ ভোটের মুখে তাঁদের সিদ্ধান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভোট নয় ৷ এমনকি ভোটের প্রচারেও কোনও রাজনৈতিক দলকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না ৷ নিজেদের সিদ্ধান্তের কথা তাঁরা নিজেদের বাড়ির দেওয়ালে সেঁটে জানিয়ে দিয়েছেন ৷ আজ হাতে পোস্টার ধরে বিক্ষোভও দেখিয়েছেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি গ্রামের বাসিন্দারা ৷

34 নম্বর জাতীয় সড়কের পাশে নলডুবি গ্রাম ৷ মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই গ্রাম ৷ এই পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির মিলিজুলি বোর্ড ৷ পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি তৃণমূলের ৷ উপপ্রধান গৌতম দাস বিজেপির ৷ গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মূল রাস্তা সংস্কার করা হয়নি ৷ বছর দুয়েক আগে রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের তরফে কাজের বোর্ড বসানো হয় ৷ কিন্তু রাস্তা আর হয়নি ৷ রাস্তা এখন চলাচলের অযোগ্য ৷ তার উপর গ্রামের একমাত্র গভীর নলকূপটিও অকেজো ৷ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষজন এই দুই সমস্যা সমাধানে বারবার পঞ্চায়েতে ছুটেছেন ৷ কাজ কিছু হয়নি ৷ তাই এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : ভুয়ো প্রতিশ্রুতিতে বিরক্ত, ভোট দেবেন না সিমলাগড়ের আদিবাসীরা

গ্রামবাসী মমতা মণ্ডল বলেন, "গ্রামের রাস্তা অত্যন্ত খারাপ ৷ এনিয়ে আমরা বারবার পঞ্চায়েতে আবেদন জানিয়েছি ৷ বছর দুয়েক আগে রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের তরফে গ্রামে কাজের বোর্ডও বসানো হয় ৷ কিন্তু কাজ আর শুরু হয়নি ৷ গ্রামে পানীয় জলেরও কোনও ব্যবস্থা নেই ৷ গ্রামের মানুষ যে কোনও ধরনের সরকারি ভাতা থেকেও বঞ্চিত ৷ গরিব মানুষ নিজেদের প্রাপ্য ভাতা পাচ্ছে না ৷ এসব কারণেই এবার আমরা কেউ ভোট দেব না বলে ঠিক করেছি ৷"

মালদার গ্রামে ভোট বয়কটের হুমকি

বাবলু হালদার নামে এক গ্রামবাসী বলেন, "বোর্ড লাগানোর পরেও গ্রামের রাস্তা সংস্কারের কাজ হয়নি ৷ দু’বছর আগে এই বোর্ড লাগানো হয়েছে ৷ রাস্তার টাকা সব নেতাদের পকেটে চলে গিয়েছে ৷ পঞ্চায়েতের সদস্য আর প্রধান বলছে, নলডুবি গ্রামে কোনও কাজ করা হবে না ৷ কারণ, এই গ্রাম শাসকদলকে ভোট দেয়নি ৷ তাই সবাই মিলে ঠিক করেছি, কাজ না করলে কোনও ভোট নয় ৷ আগে রাস্তা আর পানীয় জলের সুরাহা করা হোক ৷ তারপর ভোট ৷"

মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া বিবির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ তবে গ্রামবাসীদের সমস্যার কথা মেনে নিয়েছেন উপপ্রধান গৌতম দাস ৷ তিনি বলেন, "নলডুবি গ্রামে পানীয় জল আর রাস্তার সমস্যা রয়েছে ৷ এই কাজগুলি কেন করা হয়নি তা ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রিপন বর্মন ভাল বলতে পারবেন ৷ এই দুই সমস্যা কীভাবে দ্রুত মেটানো যায় তার চেষ্টা করছি ৷ তবে ভোট গ্রামবাসীদের বয়কটের সিদ্ধান্ত সঠিক নয় ৷ কারণ ভোট দেওয়া মানুষের সাংবিধানিক অধিকার ৷ এ-নিয়ে আমরা গ্রামবাসীদের বোঝাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.