ETV Bharat / state

বিজেপি নেতার গ্রেফতারের খবর চাউর সমরের, ওড়ালেন এসপি

author img

By

Published : Apr 26, 2021, 7:55 PM IST

Updated : Apr 26, 2021, 9:06 PM IST

মালদার রতুয়া কেন্দ্রে ইয়াসিন বনাম সমর লড়াই মালদার রাজনীতিতে সাড়া ফেলেছে এবারের নির্বাচনে ৷ তার মধ্যেই ভোটের দিনই ইয়াসিনের গ্রেফতারির খবর চাউর করে দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সমর মুখোপাধ্যায় ৷ সংবাদ মাধ্যমের সামনে ইয়াসিনকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে ধন্যবাদও দিলেন ৷ এদিকে পুলিশ সুপার জানালেন, তেমন কিছু ঘটেইনি ৷

মালদায় তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় ৷
মালদায় তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় ৷

মালদা, 26 এপ্রিল: ভোটের দিন সুকৌশলে রতুয়া কেন্দ্রের বিজেপি নেতা শেখ ইয়াসিনের গ্রেফতারির খবর চাউর করে দিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায় । যদিও ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া । ভোটারদের প্রভাবিত করতেই সমরবাবু এই ভুয়ো খবর চাউর করেছেন বলে অভিযোগ বিজেপির । তৃণমূল প্রার্থীর এই কৌশল ভোটের যন্ত্রে কোনও প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার ।

সোমবার নির্বাচনের দিন ইটিভি ভারতকে সমরবাবু বলেন, "ভোটের আগে শেখ ইয়াসিন নামে ওই সমাজবিরোধীকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে ধন্যবাদ । ওর নামে 16টি মামলা রয়েছে ৷ এবার প্রকাশ্যে ভোট লুটের হুমকি দিয়েছিল । তবে এর মধ্যেই সে বালুপুর গ্রামের একটি বুথ দখল করে নিয়েছে । যাই করুক না কেন, এবার অন্তত 50 হাজার ভোটে জিতছি ।"

এদিকে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, শেখ ইয়াসিনের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই । ফলে তাঁকে গ্রেফতার করার কোনও প্রশ্নই ওঠে না ।

এসবে মধ্যে রতুয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া জানিয়েছেন, ভোটে হার নিশ্চিত জেনে সমরবাবু শেখ ইয়াসিনের নামে ভুয়ো খবর প্রচার করছেন ৷ মানুষ এসবে কান দেবেন না ।

বিজেপি নেতা ইয়াসিনের গ্রেফতারির ভুয়ো খবর ছড়ালেন তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় ৷

এবারের ভোটে রতুয়া কেন্দ্রে চতুর্মুখী লড়াই । এই কেন্দ্রে তৃণমূলকে শক্ত লড়াইয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন নির্দল প্রার্থী পায়েল খাতুন । গতকাল রাতেই তাঁর 7-8 জন বুথ এজেন্টকে থানায় তুলে নিয়ে যায় রতুয়া থানার পুলিশ । এর প্রতিবাদে গতকাল গভীর রাতে থানার সামনে ধর্নায় বসেন পায়েল । রাতেই অবশ্য সবাইকে ছেড়ে দেয় পুলিশ । শেখ ইয়াসিন, পায়েলেরই স্বামী । সমরবাবুকে হারাতেই যে বিজেপির শীর্ষ নেতৃত্বের নকশায় তিনি স্ত্রীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন, তা বুঝতে অসুবিধে হয়নি কারও ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় ঠিক কাজ করছে না, অভিযোগ ঐশীর

Last Updated : Apr 26, 2021, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.