ETV Bharat / state

প্রার্থী বদলের দাবিতে কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের

author img

By

Published : Mar 22, 2021, 4:28 PM IST

Updated : Mar 22, 2021, 8:05 PM IST

তৃণমূল ও বিজেপির পর এবার প্রার্থী বদলের দাবি তুলল কংগ্রেসও ৷ গতকাল রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নাজিমা খাতুনের নাম ঘোষণা করা হয় ৷ কিন্তু নাজিমাকে মেনে নিতে পারেননি সংশ্লিষ্ট বিধানসভার কংগ্রেস কর্মীরা ৷ যার জেরে কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷

মালদা
প্রার্থী বদলের দাবিতে কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

মালদা, 22 মার্চ : প্রার্থী বদলের দাবিতে এর আগে তৃণমূল ও বিজেপির বিক্ষোভ দেখেছে মালদা ৷ এবার রতুয়া কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু হল কংগ্রেসেও ৷ আজ ওই কেন্দ্রের কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরির (ডালু ) কোতোয়ালি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ৷ ভবন থেকে বেরোতে দেওয়া হয়নি ডালুবাবু কিংবা ও তাঁর বিধায়ক পুত্র ইশা খান চৌধুরীকে৷ এখনও চলছে সেই বিক্ষোভ ৷ ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা অভিযোগ তুলেছেন, টাকার বিনিময়ে জেলা কংগ্রেস সভাপতি রতুয়া কেন্দ্রের টিকিট বিক্রি করেছেন ৷ তিনি গনি খানের নাম কলঙ্কিত করার চেষ্টা করছেন ৷ তাঁরা জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে ডালুবাবুর ইস্তফা দাবি করেন ৷ যদিও টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডালুবাবু ৷ তাঁর দাবি, টিকিট দিয়েছে এআইসিসি ৷ এতে তাঁদের কোনও হাত থাকে না ৷

এআইসিসির তরফে শনিবার রাতে মালদার রতুয়া, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয় ৷ রতুয়া কেন্দ্রে প্রার্থী হন নাজিমা খাতুন, মোথাবাড়িতে দুলাল শেখ ও বৈষ্ণবনগরে আজিজুল হক৷ বাকি দুটি কেন্দ্রে প্রার্থী নিয়ে কারও কোনও ক্ষোভ না থাকলেও রতুয়া কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সেখানকার কংগ্রেস কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, নাজিমা খাতুন প্রার্থী হিসাবে একেবারেই যোগ্য নন ৷ একজন অশিক্ষিতকে এখানে প্রার্থী করা হয়েছে৷ এর পিছনে অন্তত ৭০ লাখ টাকার খেলা রয়েছে ৷ সেই টাকা নিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সহ আরও অনেকে ৷ এরই প্রতিবাদে এবং প্রার্থী বদলের দাবিতে আজ কোতোয়ালি ভবনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা৷


আরও পড়ুন : সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ মমতার

বিক্ষোভে সামিল রতুয়ার এক কংগ্রেস কর্মী সিরাজুদ্দিন আনসারি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করি ৷ রতুয়া এলাকা কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ৷ এই কেন্দ্রে সাতবার কংগ্রেস প্রার্থীই বিধায়ক হয়েছেন৷ এবার যখন তালিকা প্রকাশ হয়, তখন দেখলাম, এখানে একজন মুর্খকে প্রার্থী করা হয়েছে ৷ এই প্রার্থীর কোনও যোগ্যতাই নেই ৷ টাকার বিনিময়েই কি তাঁকে প্রার্থী করা হল? এরই প্রতিবাদে আজ আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি৷ আমাদের দাবি, অবিলম্বে এখানে কোনও যোগ্য প্রার্থীকে টিকিট দিতে হবে ৷ আমাদের নির্দিষ্ট কোনও প্রার্থীর দাবি নেই ৷ আমরা শুধু যোগ্য প্রার্থীর দাবি জানাচ্ছি যাতে আমরা তৃণমূল ও বিজেপিকে হারাতে পারি ৷ এখনও পর্যন্ত দলীয় নেতৃত্ব আমাদের সঙ্গে দেখা করেনি ৷ তবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ দেখাতে থাকব ৷”

আরও পড়ুন :ফের বোমা বিস্ফোরণ বর্ধমানে, শিশুর মৃত্যু

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডালুবাবু৷ তিনি বলেন, “কেউ একজন ওই কেন্দ্রে দাঁড়াতে চেয়েছিলেন ৷ এআইসিসি তাঁকে প্রার্থী না করায় তিনি অভিযোগ করলেন, জেলা কংগ্রেস টাকা খেয়ে টিকিট বিক্রি করেছে ৷ এর জবাব আমি কী দেব? আমি তো কাউকে প্রার্থী করিনি ৷ আমার কাছে যেসব নাম এসেছে, আমি সেগুলি প্রদেশ কংগ্রেসে পাঠিয়ে দিয়েছি ৷ প্রদেশ কংগ্রেস সেই নামগুলির মধ্যে বাছাই করে প্রার্থীর নাম এআইসিসিতে পাঠিয়েছে ৷ সব শেষে সোনিয়া গান্ধি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ৷” তাঁর অভিযোগ, অনেকে সারা বছর কাজ করেন না ৷ ভোটের মুখে কংগ্রেসের হয়ে কাজ করে প্রার্থী হতে চান ৷ স্বাভাবিকভাবেই সেটা সম্ভব হয় না ৷ যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কারা, তা তিনি জানেন না বলে মন্তব্য করেন আবু হাসেম খান চৌধুরি ৷

Last Updated : Mar 22, 2021, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.