ETV Bharat / state

English Bazar Municipality result: ইংরেজবাজারের অর্ধেকের বেশি আকাশ নারীর, দাবি উঠল মহিলা চেয়ারপার্সনের

author img

By

Published : Mar 2, 2022, 2:51 PM IST

bengal-civic-polls-2022-all-demands-female-chairperson-as-many-woman-candidates-win-at-english-bazar-municipality
ইংরেজবাজারের অর্ধেকের বেশি আকাশ নারীর, দাবি উঠল মহিলা চেয়ারপার্সনের

ইংরেজবাজার (English Bazar Municipality result) পৌরসভায় 29টির মধ্যে 18টিতেই জয়ী মহিলা প্রার্থী (Bengal civic polls 2022) ৷ তাই দাবি উঠল মহিলা চেয়ারপার্সনের ৷

মালদা, 2 মার্চ: ইংরেজবাজারের (English Bazar Municipality result) অর্ধেকের বেশি আকাশ জুড়ে নারী । এই পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 18টিতে জয় হয়েছে নারীশক্তির (Bengal civic polls 2022)। এর মধ্যে বিজেপির দু’জন এবং একজন নির্দল হলেও বাকি 15টি ওয়ার্ডে তৃণমূলের মহিলা প্রার্থীরাই জয়ী হয়েছেন । এই পরিস্থিতিতে এই পৌরসভার চেয়ারম্যানের (demand of female chairperson) আসনে কোনও মহিলাকে বসানোর দাবি উঠতে শুরু করেছে শাসকদলের মধ্যেই । ইতিমধ্যে দলের জেলা সভাপতির কাছে এই বার্তাও চলে গিয়েছে । তবে এনিয়ে এখনও কেউ মুখ খুলতে নারাজ ।

বাম আমলে সামান্য কিছু সময় ছাড়া ইংরেজবাজার পৌরসভায় কখনও মহিলা চেয়ারপার্সন দেখা যায়নি । সাম্প্রতিক অতীতে বেশিরভাগ সময়ই এই পৌরসভার চেয়ারম্যান হিসাবে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকেই দেখে এসেছেন শহরবাসী । এমনকী তিনি মন্ত্রী হওয়ার পরেও চেয়ারম্যানের আসন ছাড়েননি । জেলা তৃণমূল সূত্রে খবর, অভিজ্ঞতার কথা ভেবে নির্বাচনে বিপুল জয়ের পর তাঁকেই ফের চেয়ারম্যান হিসাবে তুলে ধরার কথা ভাবা হচ্ছে । কিন্তু তাতে বাধ সাধতে পারেন দলের মহিলা কাউন্সিলররা । ইতিমধ্যেই তাঁদের একাংশ দলের জেলা সভাপতি আবদুর রহিম বকসির কাছে মহিলা চেয়ারপার্সনের দাবি জানিয়েছেন । আজ মালদা কলেজের গণনাকেন্দ্রেই বকসিকে সেই বার্তা দিয়ে রেখেছেন কয়েকজন নবনির্বাচিত মহিলা কাউন্সিলর ।

bengal-civic-polls-2022-all-demands-female-chairperson-as-many-woman-candidates-win-at-english-bazar-municipality
জয়ী মহিলা প্রার্থী

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

সম্প্রতি পৌরসভার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমালা আগরওয়াল । এ বারও ওই ওয়ার্ডে জিতেছেন তিনি । এর আগেও কাউন্সিলর থাকার অভিজ্ঞতা রয়েছে 1 নম্বর ওয়ার্ডের সন্ধ্যা দাস, 5 নম্বর ওয়ার্ডের সুমিতা বন্দ্যোপাধ্যায়, 6 নম্বর ওয়ার্ডের শিপ্রা রায়, 8 নম্বর ওয়ার্ডের কাকলি চৌধুরি, 15 নম্বর ওয়ার্ডের গায়ত্রী ঘোষ, 19 নম্বর ওয়ার্ডের রুনু দাস ও 20 নম্বর ওয়ার্ডের চৈতালি ঘোষ সরকারের ।

bengal-civic-polls-2022-all-demands-female-chairperson-as-many-woman-candidates-win-at-english-bazar-municipality
জয়ের পর উচ্ছ্বাস

এর মধ্যে কাকলি চৌধুরির স্বামী খোদ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । চার দফায় পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি । চৈতালির স্বামী দুলাল সরকারও তিন দফায় পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন । এ বার জিতেছেন তিনিও । কিন্তু এ বার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হতে তাঁদের সংকটে পড়তে হবে না তো ? গৃহযুদ্ধ এড়াতে তাঁদের পৌরসভার চেয়ার থেকে সরে দাঁড়াতে হবে না তো ? এটাই এখন বড় প্রশ্ন এই শহরে ।

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: ঝালদায় সমানে সমানে কংগ্রেস-তৃণমূল, নির্দলদের হাতে বোর্ড গড়ার চাবিকাঠি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.