ETV Bharat / state

Malda Flood Relief Scam : সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ মালদা বন্যাত্রাণ দুর্নীতির আরেক অভিযুক্তের

author img

By

Published : Mar 21, 2022, 6:01 PM IST

Flood Relief Scam in malda
সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ মালদা বন্যাত্রাণ দুর্নীতির আরেক অভিযুক্তের

আত্মসমর্পণকারী এই অভিযুক্তের অবশ্য দাবি, তিনি নির্দোষ ৷ তাঁকে ফাঁসানো হয়েছে এই দুর্নীতি মামলায় (Malda Flood Relief Scam) ৷

মালদা, 21 মার্চ : কান টেনেছে দেশের শীর্ষ আদালত । তাই অন্ধকার থেকে এক এক করে বেরিয়ে আসছে দুষ্টচক্রের মাথারা । মালদায় বন্যাত্রাণের (Malda flood relief scam) টাকা লুটের ঘটনায় এক অভিযুক্ত দু’দিন আগেই থানায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন । সোমবার একই পথে হাঁটলেন আরও এক অভিযুক্ত রৌশনারা খাতুনও । তাঁরও দাবি, তিনি নির্দোষ । তাঁকে ফাঁসানো হয়েছে ।

2017 সালে ভয়াবহ বন্যায় উত্তর মালদার বিস্তীর্ণ এলাকার অসংখ্য বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে যায় । আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকশো বাড়ি ৷ রাজ্য সরকারের তরফে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য 70 হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য 3 হাজার 300 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয় । ক্ষতিগ্রস্তদের তালিকায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের 7 হাজার 394 জনের নাম ছিল । কিন্তু অভিযোগ, এক্ষেত্রে প্রায় 76 লক্ষ টাকা উপভোক্তাদের না দিয়ে আত্মসাৎ করেছে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতৃত্ব । এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ।

হাইকোর্ট অভিযুক্তদের গ্রেফতারির নির্দেশ হতেই গা ঢাকা দেন বরুই পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রৌশনারা খাতুন এবং এলাকার তৃণমূল নেতা তথা প্রাথমিক শিক্ষক আফসার হোসেন । সম্প্রতি তাঁরা সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলে সেই আবেদনও খারিজ হয়ে যায় । উল্টে সুপ্রিম কোর্ট 14 দিনের মধ্যে অভিযুক্তদের আত্মসমর্পণের নির্দেশ দেয় । 18 মার্চ হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেন আফসার হোসেন । আজ একই পথে হেঁটেছেন এই বন্যাত্রাণ দুর্নীতিতে আরও এক অভিযুক্ত রৌশনারা খাতুনও ।

সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ মালদা বন্যাত্রাণ দুর্নীতির আরেক অভিযুক্তের

আরও পড়ুন : পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি ঝালদায় নিহত কাউন্সিলরের স্ত্রীর

তাঁর অবশ্য দাবি তিনি নির্দোষ ৷ রৌশনারা খাতুনের কথায়, “আমি নির্দোষ । আমাকে ফাঁসানো হয়েছে । মাস্টার রোলে আমার স্বাক্ষর জাল করা হয়েছে । এর পিছনে বড় মাথা আছে । 2019 আর 2021 সালে আমি এই বিষয়টি নিয়ে থানায় ও বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলাম । আমি কিছু জানি না । সব বিডিও জানেন ।” শুধু রৌশনারাই নন, আত্মসমর্পণ করার সময় আফসারও দাবি করেছিলেন, এই দুর্নীতিতে অনেক রাঘব-বোয়াল জড়িত ।

এই ঘটনায় মামলাকারী তথা বরুই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, “এটা মহা কেলেঙ্কারি । আপাতত দু’জন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন । একজন এখনও পলাতক । এই দুর্নীতির তদন্তে প্রথমে প্রশাসনও তেমন কোনও ব্যবস্থা নেয়নি । সেটাও আদালতে প্রমাণিত হয়েছে । আদালতের নির্দেশে ক্যাগ এই ঘটনার তদন্ত করছে । আগামী 20 জুনের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে জমা পড়বে । তখনই সব দোষীদের নাম বেরিয়ে আসবে । আমার ধারণা, ক্যাগের তদন্তের পর বিডিও-সহ প্রশাসনিক কর্তারাও আসামীর জায়গায় দাঁড়াবেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.