ETV Bharat / state

Communal Harmony : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু, চাঁদা তুলে দেহ ফিরিয়ে সম্প্রীতির নজির মালদায়

author img

By

Published : Nov 1, 2021, 9:48 AM IST

Communal Harmony
Communal Harmony

বেঙ্গালুরুতে কাজে যাওয়ার পথে সেকেন্দ্রাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় মৃত্যু হয় মালদার বাসিন্দা চন্দন মহালদারের ৷ দেহ ফিরিয়ে আনতে অ্যাম্বুলেন্সের খরচ পড়ে 90 হাজার টাকা ৷ অভাবের সংসারে এত টাকা পাবে কোথায় ? হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে দেহ ফিরিয়ে আনা থেকে সৎকার, সবটাই করলেন ৷

মালদা, 1 নভেম্বর : লকডাউনে পরিবারের অন্ন সংস্থানের জন্য মহাজনের থেকে চড়া সুদে টাকা ঋণ নিয়েছিলেন । সেই টাকা শোধ করার চাপে বেঙ্গালুরু যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় চন্দন মহালদারের । মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনতে প্রয়োজন ছিল মোটা টাকার । সেই টাকা দিয়ে হিন্দু ভাইয়ের দেহ ফিরিয়ে আনতে সহায় হলেন এলাকার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই । এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল মালদার হরিশচন্দ্রপুর ৷

মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা চন্দন মহালদার । বছর দুয়েক আগে আর্থিক অভাবের কারণে বিনা চিকিৎসায় মারা যান তাঁর বাবা অর্জুন মহালদার । সেই সময় সংসারের খরচ টানতে চন্দনের পাশাপাশি মা সারথি মহালদার সবজি বিক্রির কাজ শুরু করেন । চন্দনের স্ত্রী গৃহবধূ । তাঁদের রয়েছে তিন ছেলেমেয়ে । লকডাউনে সংসারের খরচের জন্য মহাজনের থেকে মোটা সুদে টাকা ঋণ নেন চন্দন । সেই টাকা শোধ করতে দেরি হওয়ায় মহাজনের থেকে চাপ আসতে থাকায় ভিনরাজ্যে কাজে গিয়ে ঋণ শোধ করার সিদ্ধান্ত নেন চন্দন ।

আরও পড়ুন : Durga Puja: মুসলিম জমিদার প্রবর্তিত দুর্গাপুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

কিন্তু বেঙ্গালুরু যাওয়ার পথে সেকেন্দ্রাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় চন্দনের । স্থানীয় পুলিশের সহযোগিতায় সেখানেই ময়নাতদন্ত হয় । কিন্তু এরপর চন্দনের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনতে সমস্যায় পড়েন পরিবারের লোকজন । সেখান থেকে বাড়ি ফেরাতে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের ভাড়া হয় 90 হাজার টাকা । এত টাকা কী করে জোগাড় করবে অভাবী পরিবার ?

অবশেষে ওই পরিবারের পাশে দাঁড়ান স্থানীয়রা । হিন্দু-মুসলিম একত্রিত হয় চাঁদা তুলে মৃতদেহ ফেরানোর ব্যবস্থা করেন । শুধু তাই নয়, সকলে মিলে চাঁদা তুলে অ্যাম্বুলেন্সের টাকা মিটিয়ে চন্দনের শেষকৃত্য করেন তাঁরা ।

এই বিষয়ে চন্দনের স্ত্রী প্রতিমা মহলদার বলেন, "গত 23 তারিখ ভিন রাজ্যে কাজের উদ্দেশে রওনা দেন চন্দন । রবিবার রাতে সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটার পর সোমবার আমরা বিষয়টি জানতে পারি । ওখানকার পুলিশ বলেছে, ট্রেনের দরজার কাছে বসেছিলেন চন্দন ৷ সেই সময় ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান তিনি । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ টাকার জন্য ওনার মৃতদেহ ফিরিয়ে আনা যাচ্ছিল না । অবশেষে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ফিরিয়ে আনা হয়েছে ।"

স্থানীয় এক বাসিন্দা কামাল হোসেন বলেন, "এলাকায় কাজ নেই । তাই বাইরে গিয়ে এলাকার অনেক ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন । ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক শ্রমিকের মৃত্যুও হচ্ছে । চন্দন মহালদারেরও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল । মৃতদেহ বেঙ্গালুরু থেকে আনতে 90 হাজার টাকা লেগেছে । আমরা হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা দিয়ে টাকা তুলে মৃতদেহ ফিরিয়ে এনে চন্দনের শেষকৃত্য করেছি । আমরা চাই, প্রশাসন এই পরিবারটির পাশে দাঁড়াক ।"

আরও পড়ুন : Migrant Labourers : কাশ্মীরে জঙ্গিদের নিশানায় পরিযায়ীরাও, প্রাণ বাঁচাতে ঘরে ফিরছেন মালদার শ্রমিকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.