ETV Bharat / state

পণ না পেয়ে যুবতিকে খুনের অভিযোগ

author img

By

Published : Nov 14, 2020, 10:22 PM IST

মৃতের নাম খাইরুন বিবি ৷ বয়স 32 বছর ৷ আব্বার বাড়ি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম এলাকায় ৷ বছর নয়েক আগে দেখাশোনা করে তাঁর নিকাহ হয়েছিল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর গ্রামের সাইফুল আলির সঙ্গে ৷ সাইফুল পেশায় শ্রমিক ৷ তাদের সাত বছরের একটি ছেলেও রয়েছে ৷ অভিযোগ, নিকাহে‌র পর থেকেই বিবিকে আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য মাঝেমধ্যেই চাপ দিত সাইফুল ও তার বাড়ির লোকজন ৷

গৃহবধূকে খুনের অভিযোগ
গৃহবধূকে খুনের অভিযোগ

মালদা, 14 নভেম্বর : পণের দাবিতে এক যুবতিকে খুনের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মেহেরাপুর গ্রামে ৷ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশকে খবর না দিয়ে শ্বশুরবাড়ির সদস্যরা মৃতদেহ কবরস্থ করার উদ্যোগ নেয় ৷ গ্রামবাসীদের থেকে সেই খবর পেয়ে দ্রুত মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যান মৃতের আব্বার বাড়ির লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা থানার পুলিশ ৷ পরিস্থিতি বেগতিক দেখে উধাও হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন ৷ মালদা থানায় মেয়ের শওহর সহ পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের আব্বা ৷ ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ ৷

মৃতের নাম খাইরুন বিবি ৷ বয়স 32 বছর ৷ আব্বার বাড়ি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম এলাকায় ৷ বছর নয়েক আগে দেখাশোনা করে তাঁর নিকাহ্‌ হয়েছিল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর গ্রামের সাইফুল আলির সঙ্গে ৷ সাইফুল পেশায় শ্রমিক ৷ তাদের সাত বছরের একটি ছেলেও রয়েছে ৷ অভিযোগ, নিকাহে‌র পর থেকেই বিবিকে আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য মাঝেমধ্যেই চাপ দিত সাইফুল ও তার বাড়ির লোকজন ৷ কয়েকবার জামাইয়ের সেই দাবি মেনেও নেন খাইরুনের আব্বা ৷ কিন্তু বারবার জামাইয়ের দাবি অনুযায়ী টাকা দিতে পারতেন না তিনি ৷ এনিয়ে খাইরুনকে মারধরও করা হত বলে অভিযোগ ৷ মাস তিনেক আগে নাকি সাইফুলরা খাইরুনের মুখে বিষ ঢেলে প্রাণে মারার চেষ্টা করে ৷ সৌভাগ্যবশত সেবার প্রতিবেশীদের তৎপরতায় এবং গ্রামের এক চিকিৎসকের সহযোগিতায় বেঁচে যান তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত গতকাল রাতে খাইরুনকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷

পণের না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ

খাইরুনের আব্বা মজলুম মোমিন বলেন, “মাঝেমধ্যেই মেয়েকে আমার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হত ৷ এনিয়ে বাড়িতে দীর্ঘদিন থেকে অশান্তিও চলছিল ৷ আমি গরিব মানুষ ৷ কখনও জামাইয়ের দাবি মতো টাকা দিলেও অনেক সময় দিতে পারতাম না ৷ এভাবেই দিন চলছিল ৷ গতকাল রাতে ওরা আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ৷ প্রমাণ লোপাটের জন্য মেয়ের মৃতদেহের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয় ৷ তারপরেও পুলিশে খবর না দিয়ে ওরা মেয়ের দেহকে স্নান করিয়ে কবর দেওয়ার উদ্যোগ নেয় ৷ গ্রামের লোকজন ফোন করে আমাদের সেই খবর দেয় ৷ খবর পেয়েই আমরা সাইফুলকে ফোন করে জানাই, আমরা সেখানে না যাওয়া পর্যন্ত মেয়ের মৃতদেহের যেন মাটি না হয়৷ ততক্ষণে গ্রামের লোকজন মালদা থানাতেও খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ আমার সন্দেহ, মেয়েকে খুন করা হয়েছে৷ আজ আমি মালদা থানায় সাইফুল, ওর মা বানু বেওয়া, ভাই দুলাল আলি ও সহিদুল আলি এবং বোন রোজিনা বিবির বিরুদ্ধে মেয়েকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছি৷” মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে৷ তবে অভিযুক্তরা কেউ গ্রামে নেই ৷ গতকাল রাতেই তারা এলাকা ছেড়ে পালিয়েছে৷ তাদের খোঁজে তল্লাশি চলছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.