ETV Bharat / state

Ganga Erosion in Malda: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা তুঙ্গে, গঙ্গা ভাঙন রুখতে যৌথ পরিদর্শনে তিন রাজ্যের সেচকর্তারা

author img

By

Published : May 16, 2023, 9:31 PM IST

গঙ্গার পাড় ভাঙনে সমস্যার সম্মুখীন বাংলা-বিহার-ঝাড়খণ্ডের বাসিন্দারা ৷ একটু একটু করে ক্রমশ গঙ্গাবক্ষে তলিয়ে যেতে বসেছে ভিটে-মাটি ৷ সেই ভাঙনের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন তিন রাজ্যের সেচকর্তারা ৷

Ganga Erosion in Malda
গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে তিন রাজ্যের সেচকর্তারা

গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে তিন রাজ্যের সেচকর্তারা

মালদা, 16 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশের পরেই মঙ্গলবার বাংলা-বিহার-ঝাড়খণ্ডে গঙ্গা ভাঙনের পরিস্থিতি সরেজমিনে তিন রাজ্যের সেচকর্তারা ৷ এই পরিদর্শনে সেচকর্তাদের সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ও ৷ গঙ্গা ভাঙনে প্রতি বছর একটু একটু করে কমে যাচ্ছে মালদার আয়তন ৷ রতুয়া থেকে শুরু করে বৈষ্ণবনগর পর্যন্ত একই ছবি ৷ বিশেষ করে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা আর বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় ৷

এই দুই পঞ্চায়েতের দু’দিক দিয়ে পাড় কাটছে গঙ্গা ও ফুলহরা নদী ৷ এই মুহূর্তে দুই নদীর মধ্যের দূরত্ব এক কিলোমিটারেরও কম বলে দাবি এলাকাবাসীর ৷ সম্প্রতি মালদায় জেলা প্রশাসনিক বৈঠকে এসে গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকেই তিনি রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন, এ বিষয়ে বিহার ও ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলতে ৷ সেইমতো মঙ্গলবার বাংলা-বিহার-ঝাড়খণ্ডে গঙ্গা ভাঙনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিন রাজ্যের সেচকর্তারা ৷

রতুয়ার মহানন্দটোলা থেকে শুরু হয়ে লঞ্চে করে ভাঙন পরিদর্শন করেন তিন রাজ্যের সেচকর্তারা ৷ মালদা ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের ভাঙন পরিস্থিতিও খতিয়ে দেখেন তাঁরা ৷ ভাঙন রুখতে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনাও করেন ৷ প্রত্যেকেই জানিয়েছেন, পরিদর্শন রিপোর্টের সঙ্গে গঙ্গা ভাঙন রোধে কী করা উচিত, তা তাঁরা দ্রুত নিজেদের রাজ্য সরকারকে জানিয়ে দেবেন ৷ একই সঙ্গে ভাঙন রোধের মডেলও তাঁরা নিজেদের সরকারের কাছে তুলে ধরবেন ৷

এই পরিদর্শন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করতে চাননি বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ তবে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে আসা ওই রাজ্যের সেচ দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক কুমার বলেন, "গঙ্গার ভাঙনে শুধু বাংলা নয়, তিনটি রাজ্যই প্রবল ক্ষতিগ্রস্ত ৷ এ নিয়ে তিন রাজ্যের একটি মডেল স্টাডি হবে ৷ তারপর কীভাবে ভাঙন রোধ করা যায়, তা নিয়ে আলোচনার মাধ্যমে তিন রাজ্যই একটি সিদ্ধান্তে আসবে ৷ তার উপর ভিত্তি করে ভাঙন রোধের নকশা তৈরি হবে ৷ সেই নকশা পরীক্ষা করে দেখা হবে ৷ এর জন্য পরামর্শদাতাও এসেছেন ৷ সব শেষে কীভাবে কাজ করা হবে, তা নিয়ে তিন রাজ্যের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

আরও পড়ুন: গঙ্গা ভাঙনে তলিয়ে গেল স্কুল, আতঙ্কে মালদার মানিকচক

বিহারের সেচকর্তা অনিল কুমার বলেন, "প্রতি বছরই বাংলা-বিহার সীমান্তে গঙ্গার ভাঙন চলছে ৷ ভাঙন চলছে ঝাড়খণ্ডেও ৷ গঙ্গার ভাঙন নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনাও চলছে ৷ রতুয়া থেকে সাহেবগঞ্জ পর্যন্ত গঙ্গা ভাঙনের পরিস্থিতি পরিদর্শন করেছি ৷ সার্ভে শেষ হওয়ার পর তিন রাজ্যের তরফে আলোচনা করে পদক্ষেপ করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.