ETV Bharat / state

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হচ্ছে 100 বেডের কোভিড ইউনিট

author img

By

Published : May 8, 2021, 10:13 PM IST

দিনের পর দিন জেলায় বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 457 জন ৷ এনিয়ে করোনার দ্বিতীয় হামলায় জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 12 হাজার 272 ৷ করোনা সংক্রামিতেদর জন্য মালদা মেডিক্যালে 175টি বেড রয়েছে ৷ আরও 25টি বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে ৷

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হচ্ছে 100 বেডের কোভিড ইউনিট
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হচ্ছে 100 বেডের কোভিড ইউনিট

মালদা, 8 মে : জেলার বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ও চাঁচল মহকুমার করোনা সংক্রামিতদের সুবিধার্থে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি করা হচ্ছে 100টি বেড সজ্জিত কোভিড ইউনিট ৷ কোভিড ইউনিটের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট ৷

দিনের পর দিন জেলায় বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 457 জন ৷ এনিয়ে করোনার দ্বিতীয় হামলায় জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 12 হাজার 272 ৷ করোনা সংক্রামিতেদর জন্য মালদা মেডিক্যালে 175টি বেড রয়েছে ৷ আরও 25টি বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে ৷ তবে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, মালতিপুর সহ বেশ কয়েকটি ব্লকের করোনা সংক্রামিতদের মালদা মেডিক্যালে আসতে সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ এই সমস্যার সমাধানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি করা হচ্ছে কোভিড ইউনিট ৷ সেখানে 100টি বেডের ব্যবস্থা করা হবে ৷ ইতিমধ্যে সেই ইউনিট পরিদর্শন করেছেন জেলাশাসক রাজর্ষি মিত্র ৷ আজ কোভিড ইউনিটের কাজ খতিয়ে দেখলেন চাঁচল মহকুমাশাসক সঞ্জয় পাল ৷ সঙ্গে ছিলেন চাঁচল মহকুমার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্তকুমার বিশ্বাস ৷

আরও পড়ুন : আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে

জয়ন্তবাবু বলেন, “জেলার বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় কোভিড ইউনিটের কাজ চলছে ৷ আজ সেই কাজ পরিদর্শনে এসেছিলাম ৷ এখানে 100টি বেডের ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি করোনা সংক্রামিতদের জন্য অক্সিজেন প্ল্যান্টও তৈরি করা হচ্ছে ৷ সেই কাজও দ্রুত গতিতে চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.