ETV Bharat / state

85 হাজার টাকার জালনোট ও আগ্নেয়াস্ত্র-সহ চাঁচলে গ্রেপ্তার 3

author img

By

Published : Jan 12, 2021, 11:03 PM IST

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল চাঁচলের সুজাপুর এলাকার একটি আমবাগানে হানা দেয় । ওই আমবাগানে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল । পুলিশ ধাওয়া করে ওই বাগান থেকে তিন ব্যক্তিকে আটক করে ।

85 thousand Fake currency, 2 firearms and 4 rounds of ammunition recovered in Malda Chanchal
85 thousand Fake currency, 2 firearms and 4 rounds of ammunition recovered in Malda Chanchal

মালদা, 12 জানুয়ারি: 85 হাজার টাকার জালনোট, দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ । ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা করা হলে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল চাঁচলের সুজাপুর এলাকার একটি আমবাগানে হানা দেয় । ওই আমবাগানে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল । পুলিশ ধাওয়া করে ওই বাগান থেকে তিন ব্যক্তিকে আটক করে । বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । তল্লাশি চালাতেই ধৃতদের থেকে উদ্ধার হয় 85 হাজার টাকার জাল নোট, দুটি পাইপগান ও চার রাউন্ড তাজা কার্তুজ । পরে গ্রেপ্তার করা হয় ওই তিন ব্যক্তিকে । তাদের নাম শ্রাবণ লালা সিং (35), সন্তোষকুমার সিং (32) ও হরিপদ ঘোষ (27) । শ্রাবণ ও সন্তোষ বিহারের পূর্ণিয়া এবং কাটিহার এলাকার বাসিন্দা । হরিপদর বাড়ি চাঁচলের বিরস্থলি এলাকায় ।

আরও পড়ুন: তেলাঙ্গানায় জালনোট পাচার মামলায় ধৃত মালদার দুষ্কৃতীর বিরুদ্ধে চার্জশিট NIA-র

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের হেপাজত থেকে 85 হাজার টাকার জালনোট, দুটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে । আজ আদালতে পেশ করা হলে ওই ব্যক্তিদের সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে চাঁচল মহকুমা আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.