ETV Bharat / state

TET Agitation : পুলিশের ভূমিকার প্রতিবাদ, নিয়োগের দাবিতে ডেপুটেশন 2014-র টেট উত্তীর্ণদের

author img

By

Published : Sep 29, 2021, 10:45 AM IST

মুখ্যমন্ত্রী বলার পর দীর্ঘদিন কেটে গিয়েছে ৷ এখনও নিয়োগপত্র হাতে পাননি 2014-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা ৷ একাধিক জায়গায় দাবি জানিয়েও কোনও ফল না মেলায় রাজ্যজুড়ে ডেপুটেশন কর্মসূচি পালন করল চাকরিপ্রার্থীরা ৷

TET Agitation
TET Agitation

মালদা, 29 সেপ্টেম্বর : পুলিশি ভূমিকার প্রতিবাদে হাতে কালো ফিতে লাগিয়ে দ্রুত নিয়োগের দাবি জানালেন 2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা । তাঁদের অভিযোগ, নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে কলকাতা পুলিশ বাধা দেয় ৷ যে মুখ্যমন্ত্রী সকলের কথা শোনেন, তাঁকে টেট উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে দেখা করতে না দিয়ে কলকাতা পুলিশ ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আটকানোর চেষ্টা করছে । তবে শুধু মালদা নয়, দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্যজুড়ে নিজেদের দাবিপত্র পেশ করেছেন চাকরিপ্রার্থীরা ।

প্রসঙ্গত, 2020 সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফেব্রুয়ারি, 2021-এর মধ্যে প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে ৷ দীর্ঘদিন পেরিয়ে গেলেও নিয়োগপত্র পাওয়া তো দূর, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতে পারছেন না প্রাথমিকে টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা ৷

জেলার একাধিক জায়গায় ডেপুটেশন দিয়েও কোনও লাভ না হওয়ায় তাঁদের 10 জনের একটি প্রতিনিধি দল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয় বলে চাকরিপ্রার্থীদের অভিযোগ ৷ পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে হাতে কালো ফিতে লাগিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করেন ৷

মালদায় 2014-র টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ
মালদায় 2014-র টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ

আরও পড়ুন : Tet Agitation : চুঁচুড়ায় চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা

2009 সালের নিয়োগের জট কেটেছে । আদালতের নির্দেশে রাজ্য শিক্ষা দফতর সেই নিয়োগ শুরু করলেও এখনও 2014 সালের নন ইনক্লুডেড প্রাথমিক চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি । চাকরিপ্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও এই নিয়োগে গড়িমসি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । এই নিয়ে চাকরিপ্রার্থীরা একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে ডেপুটেশন দিলেও কোথাও থেকে কোনও আশ্বাসবার্তা পাননি বলে জানান চাকরিপ্রার্থীরা । তাই মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদে ফের বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন তাঁরা ।

তারকনাথ সাহা নামে এক চাকরিপ্রার্থী বলেন, "মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, 2014 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ সমস্ত ছেলেমেয়েকে ধাপে ধাপে নিয়োগ করা হবে । কিন্তু এক বছর পেরোতে চললেও আমরা এখনও নিয়োগপত্র পাইনি । এর আগে আমরা জেলাশাসক-সহ বিকাশ ভবনে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে নিয়োগের দাবিতে ডেপুটেশন দিয়েছি । কিন্তু কোথাও থেকে আমরা কোনও উত্তর পাইনি । তাই বাধ্য হয়ে আজ আমরা রাজ্যের প্রতিটি ডিপিএসসিতে একযোগে ডেপুটেশন দিচ্ছি । দিদি নিজে আমাদের নিয়োগের বিষয়ে ঘোষণা করেছিলেন । তাই আমরা তাঁর মুখেই শুনতে চাই, আমাদের কবে নিয়োগ করবেন ? কারণ, তাঁর কথামতো প্রাথমিক শিক্ষা পর্ষদ কাজ করছে না । আর আমাদের কালো ব্যাজ পরে ডেপুটেশন দিতে আসার কারণ, দুদিন আগে আমাদের 10 জনের একটি প্রতিনিধি দল ভবানীপুরে গিয়েছিল । সেখানে দিদিকে লিখিতভাবে আমাদের দাবি জানানোর পাশাপাশি তাঁকে বিধানসভা নির্বাচনে জয়ের আগাম শুভেচ্ছা জানাতেই দলটি সেখানে যায় । কিন্তু সেখানে সাদা পোশাকের পুলিশ আমাদের প্রতিনিধিদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় । সেখানে রাত আটটা পর্যন্ত বসিয়ে রেখে দলের সদস্যদের হাওড়া স্টেশনে ছেড়ে দেয় । আমাদের মহিলা প্রতিনিধিদের উপর অত্যাচার চালানো হয়েছে । তাই আমাদের মনে হয়েছে, কলকাতা পুলিশ চায় না, দিদি ভবানীপুরে জিতুন । তাঁর প্রতিবাদেই আজ আমরা কালো ব্যাজ পরে নিজেদের কর্মসূচি পালন করছি ।"

নিয়োগের দাবিতে রাস্তায় নামল 2014-র টেট উত্তীর্ণ প্রার্থীরা

আরও পড়ুন : Primary TET: পুরুলিয়া প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের

কর্মসূচিতে অংশগ্রহণকারী এক চাকরিপ্রার্থী সামিল রমা বিশ্বাস বলেন, "আমরা চাই, দিদি তাঁর কথা রাখুন । তিনিই ঘোষণা করেছিলেন, আমরা যে 20 হাজার ছেলেমেয়ে টেট পাশ করেছি, তার মধ্যে 16 হাজার 500 জনকে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ করা হবে । পরে ধাপে ধাপে সবাইকেই নিয়োগ করা হবে । কিন্তু প্রায় এক বছর হতে চললেও আমাদের নিয়োগ হয়নি । চাকরির জন্য আমরা প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি । আর কতদিন এভাবে পথে পথে ঘুরব ? আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না । এবারও যদি তিনি আমাদের কথা না শোনেন, তবে আমরা ভবানীপুরে যাব । সেখানে আমরা নিজেদের কর্মসূচি পালন করব । তিনি এবার আমাদের দিকে না তাকালে আমাদের মৃত্যুবরণ করতে হবে । আর কোনও পথ আমাদের সামনে খোলা নেই ।"

আরও পড়ুন : Primary TET : নিয়োগপত্রের দাবিতে জেলাশাসকের দফতরে 2014 প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.