ETV Bharat / state

রাজনৈতিক টানাপড়েন থেকে ভয়াবহ দুর্ঘটনা-চরম উত্থান-পতনের সাক্ষী 2023, ফিরে দেখা ইতিহাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 11:47 AM IST

Year Ender 2023: শেষ হচ্ছে আরও একটি বছর। ভারতের জন্য 2023 সাল যে এক ঘটনাবহুল বছর তা বলাইবাহুল্য। রাজনৈতিক চরম উত্থান-পতনের মাঝেও চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠানো থেকে মণিপুরে রক্তক্ষয়ী হিংসা- সবই হয়েছে এই বছরে। সাফল্য আর ব্যর্থতা সবটাই প্রত্যক্ষ করেছে ভারত।

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: 2023 সাল ভারতের জন্য নানা দিক থেকেই গুরত্বপূর্ণ। চরম রাজনৈতিক উত্থান-পতন হয়েছে । এরইমধ্যে আবার তৃতীয় চন্দ্রযানের হাত ধরে দক্ষিণ মেরুতে পা রেখেছে আমার আপনার দেশ। আবার মণিপুরে রক্তক্ষয়ী হিংসাও হয়েছে বেশ কয়েক মাস ধরে। এই বছরে একাধিক সাফল্য থেকে ব্যর্থতা সবটাই প্রত্যক্ষ করেছে ভারত। পাশাপাশি রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় দীর্ঘদিন লড়াই-সহ একাধিক বিষয়ে বিতর্কও তৈরি হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক 2023 সালের উল্লেখযোগ্য ঘটনা-

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার করা হয়েছে

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে 26 ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করে। আবগারি নীতি সংক্রান্ত গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালের এই প্রাক্তন ডেপুটিকে । গ্রেফতারের পর সিসোদিয়া গত 1 মার্চ দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বছরের শেষ দিকে আপ সাংসদ সঞ্জয় সিং এবং প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও একই মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

9 রাজ্যের বিধানসভা নির্বাচন

গত 2 মার্চ ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসে ৷ দুটি রাজ্যের ক্ষমতাই বিজেপি নিজেদের দখলে রাখে ৷ মেঘালয়ে অবশ্য ক্ষমতার কোনও পরিবর্তন হয়নি ৷ ন্যাশনাল পিপলস পার্টি ফের কনরাড সাংমার নেতৃত্বে সরকার গঠন করে ৷ অন্যদিকে,কর্ণাটকে মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। কংগ্রেস বিধানসভায় 224টি আসনের মধ্যে 135টি জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সরকার গঠন করেছে।

বছরের শেষে, 3 ডিসেম্বর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানার নির্বাচনী ফলাফল সামনে আসে ৷ চার রাজ্যের মধ্যে তিনটিতেই বিজেপি ভালো ফল করে ৷ রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর পাশাপাশি মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখে গেরুয়া শিবির। অন্যদিকে, কংগ্রেস তেলেঙ্গানায় প্রথমবার বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠন করেছে ৷ জেডপিএম মিজোরাম বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠন করেছে।

সংসদ থেকে বহিষ্কারের পর ফের ফিরে এলেন রাহুল গান্ধি

মোদি-পদবি বিতর্কের জেরে সাংসদ পদ হারান প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং ওয়ানাড লোকসভা কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধি। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় মোদি-পদবি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান রাহুল। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সুরাতের একটি আদালত এই ঘটনায় তাঁকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তার জেরেই সাংসদ পদ চলে যায় রাজীব-তনয়ের। গুজরাত হাইকোর্টও নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে ৷ আরও পরে সুপ্রিম কোর্ট সুরাতের আদালতের রায় খারিজ করলে রাহুল গান্ধিকে ফের সংসদ সদস্য হিসাবে মনোনিত করে লোকসভার সচিবালয় ৷

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

গত 28 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিনগুলির মধ্যে একটি বলে এই দিনটিকে বর্ণনা করেছে বিজেপি ৷ মোট 20টি বিরোধী দল অবশ্য সেই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে ৷ বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য করে প্রধানমন্ত্রী মোদি সংসদ ভবনের এই উদ্বোধন করেন ৷

এনডিএ-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'ইন্ডিয়া' জোটের গঠন

2023 সালের 18 জুলাই বিজেপি বিরোধী 26টি দল ঐক্যবদ্ধভাবে জোট ঘোষণা করে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইন্ডিয়া (ভারতীয় জাতীয় উন্নয়নমূলক জোট) নাম দেয়। তবে সম্প্রতি দেশের একাধিক বিধানসভা নির্বাচনে জোটের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

'নারী শক্তি বন্দন' আইনে পরিণত

সংসদের উভয় কক্ষে মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্দন বিল পাশ হওয়ার পর গত 29 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়ে এটি আইনে পরিণত হয়েছে ৷ এই আইনের ফলে লোকসভা এবং দেশের সমস্ত বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষিত হয়েছে। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল পেশ করা হয়। এই বিল 20 সেপ্টেম্বর লোকসভায় এবং 21 সেপ্টেম্বর রাজ্যসভায় পাশ হয়।

লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র

কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে 'অনৈতিক ও অশালীন আচরণের' জন্য সংসদের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় গত 8 ডিসেম্বর ৷ 'ক্যাশ ফর কোয়ারি' মামলায় লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট দেয় মহুয়ার বিরুদ্ধে ৷ সেই রিপোর্টের ভিত্তিতেই মহুয়াকে বহিষ্কার করা হয় সংসদ থেকে ৷ এর আগে, লোকসভার নীতিশাস্ত্র কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার পরে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করা হয় সরকারের তরফে। মহুয়া 2019 সালে কৃষ্ণণগর লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় যান ৷ তাঁর বিরুদ্ধে অভিযোেগ ওঠে দর্শন হিরানন্দানি নামে এক ব্যবসায়ীর থেকে নানা ধরনের সুবিধা নিয়ে তিনি আদানি গোষ্ঠির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করেছেন। শুধু তাই নয়, সুকৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেছেন। তাঁর প্রাক্তন প্রেমিক এই সংক্রান্ত তথ্য প্রথম দেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। নিশিকান্ত চিঠি লিখে বিষয়টি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লাকে। পরে বিষয়টি যায় সংসদের এথিক্স কমিটির কাছে। অতীতে বিজেপির এই নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মহুয়া। নানা ঘটনার পর সাংসদ পদ খারিজ হয় তাঁর। সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ।

প্রকাশ্যে খুন উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ

জেলে বন্দী অপরাধী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদকে এপ্রিলে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ৷ এক প্রাক্তন বিধায়কের হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন আতিক আহমেদ। গত 15 এপ্রিল আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে পুলিশ নিরাপত্তায় মেডিকেল চেক-আপের জন্য নিয়ে যাওয়ার সময় সাংবাদিক পরিচয়ের তিন ব্যক্তি তাদের পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে। ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশ পুলিশ ৷ পুলিশি কর্ডন থাকা সত্ত্বেও খুনিরা কীভাবে গ্যাংস্টার এবং তার ভাইকে গুলি করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মণিপুর হিংসা

মণিপুরের পার্বত্য জেলায় একটি উপজাতি ছাত্র সংগঠনের প্রতিবাদ সমাবেশের পর জাতিগত হিংসা শুরু হয়। একটি তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার জন্য মেইতেই সম্প্রদায়ের দাবিতে কেন্দ্রের কাছে একটি সুপারিশ পাঠাতে রাজ্য সরকারকে মণিপুর হাইকোর্টের নির্দেশের পরই সংঘর্ষ তীব্র রূপ নেয়। ঘটনায় উপজাতীয় সম্প্রদায়ও তীব্র প্রতিবাদ করে ৷ মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসাত্মক সংঘর্ষে 180 জনেরও বেশি লোক নিহত হয়েছে।

ওড়িশায় ট্রেনের সংঘর্ষে 296 জন নিহত

2 জুন ওড়িশার বালাসোর জেলার বাহানাগায় ট্রেন দুর্ঘটনায় 296 জন যাত্রীর মৃত্যু হয় ৷ একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর করমন্ডল এক্সপ্রেসের 22টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত কোচগুলির মধ্যে তিনটি পার্শ্ববর্তী ট্র্যাকের দিকে ছিটকে পড়েছিল, যেখানে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিতে সজোরে ধাক্কা মারে ৷ রেলওয়ের তরফে জানানো হয়েছিল, মূলত সিগন্যালিং ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনার তদন্ত করে সিবিআই ৷

ভারতের চাঁদে সফল অবতরণ

এই বছর অবশ্যই ভারতের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ চাঁদের মাটিতে চন্দ্রযান বিক্রমের সফল অবতরণ ৷ গত 23 অগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করে মহাকাশ জগতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ৷ ভারত চতুর্থ দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করেছে। চন্দ্রযান-3-এর সাফল্য সারা দেশে তো বটেই বিদেশেও প্রতিফলিত হয় ৷ প্রধানমন্ত্রী মোদি ভারতের চাঁদের মাটিতে চন্দ্রযানের সফট ল্য়ান্ডিংকে "এই শতাব্দীর সবচেয়ে অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি" বলে বর্ণনা করেছেন।

ভারতের সভাপতিত্বে দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন

9 থেকে 10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলনের ভারতে অনুষ্ঠিত হয় ৷ সারা বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে হাজির হয়েছিলেন ৷ শীর্ষ সম্মেলনের মূল ফলাফলের মধ্যে ছিল অবশ্যই গ্রুপিংয়ে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি। গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, টেকসই জৈব জ্বালানি গ্রহণের ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হয়। ভারত, উপসাগরীয় দেশগুলি এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য একটি অর্থনৈতিক করিডোরের চুক্তি ছিল ভারতের জন্য বড় পদক্ষেপ।

উত্তরাখণ্ড টানেল বিপর্যয়

গত 12 নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশে ধস নামে। ভিতরে আটকে পড়েন 41 জন শ্রমিক । প্রায় 12 দিন আটকে থাকার পর অবশেষে একাধিক প্রযুক্তি ব্যবহার করে গত 23 নভেম্বর ওই 41 জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরিসংখ্যান অনুযায়ী এই উদ্ধার কাজ ভারতে প্রথম এবং বিশ্বে চতুর্থ।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন

13 ডিসেম্বর ফের লোকসভায় হামলা চালানো হয় ৷ দুই অনুপ্রবেশকারী রঙিন ধোঁয়ার ক্যানিস্টার নিয়ে লোকসভার মধ্যে প্রবেশ করেছিল ৷ দুই অনুপ্রবেশকারী-সহ আরও বেশ কয়েকজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয় ৷ চারজনের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা জানিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল মণিপুরের অস্থিরতা, বেকারত্ব এবং কৃষকদের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.