ETV Bharat / state

Woman Sells Girlchild: আনন্দপুরে চার লক্ষ টাকার বিনিময়ে 21 দিনের কন্যাসন্তানকে বিক্রি মায়ের ! গ্রেফতার 6

author img

By

Published : Aug 1, 2023, 1:32 PM IST

Updated : Aug 1, 2023, 2:02 PM IST

Woman Sells Girlchild
Woman Sells Girlchild

Girlchild sold for Rs 4 Lakh in Kolkata: কলকাতার আনন্দপুরে চার লক্ষ টাকার বিনিময়ে 21 দিনের কন্যাসন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ৷ তিনি-সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কলকাতা, 1 অগস্ট: অভাবের তাড়নায় 21 দিনের কন্যাসন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে । খাস কলকাতায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্যে ছড়িয়েছে । এই ঘটনায় ইতিমধ্যেই মা-সহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে ৷

গ্রেফতার মা-সহ 6: ধৃতদের নাম রুপালি মণ্ডল, রূপা দাস, স্বপ্না সরদার, পূর্ণিমা কুণ্ডু, কল্যাণী গুহ ও ললিতা দে । জানা গিয়েছে, রুপালি নোনাডাঙা রেল কলোনিতে ভাড়া বাড়িতে থাকতেন ৷ তিনি তাঁর কন্যাসন্তানকে কল্যাণী গুহর কাছে চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেন বলে অভিযোগ ৷ কল্যাণী গুহর কাছ থেকেই ওই শিশুকে উদ্ধার করে পুলিশ ৷ শিশুটিকে হোমে পাঠানো হবে ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "21 দিনের কন্যাসন্তানের মা অভিযুক্ত রুপালি মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে । আজ ধৃতদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই আনন্দপুর থানায় মানবপাচারের একটি মামলা রুজু করা হয়েছে । অভিযুক্ত মাকে জেরা করছেন থানার মহিলা পুলিশকর্মীরা ।"

আন্তর্জাতিক নারী পাচার চক্রের যোগ: গোটা ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ । এই সন্দেহেই গ্রেফতার হওয়া মোট পাঁচজন মহিলাকে আলাদা আলাদা ভাবে জেরা করা হচ্ছে । এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান কলকাতা পুলিশের ডিসি (ইডি)৷

আরও পড়ুন: শিলিগুড়িতে শিশু পাচার চক্রের পর্দাফাস, গ্রেফতার 4; উদ্ধার নবজাতক

শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার: পুলিশ সূত্রে খবর, কলকাতার ব্লক-সি-6 থেকে রুপালি মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ । তিনি নোনাডাঙা রেল কলোনি এলাকায় অস্থায়ী ভাবে ভাড়া থাকেন । এছাড়াও পাটুলি থেকে রূপা দাস নামে এক মহিলাকে গ্রেফতার করা হয় । বাঘাযতীন থেকে গ্রেফতার করা হয় স্বপ্না সরদারকে ৷ লোহাপুল থেকে গ্রেফতার হন পূর্ণিমা কুণ্ডু ৷ এ ছাড়াও বাবা চরণ রায় রোড থেকে ললিতা দে-কে গ্রেফতার করা হয় । আর কল্যাণী গুহ গ্রেফতার হন পর্ণশ্রী থানা এলাকা থেকে ৷ রুপালির কন্যাসন্তান বিক্রির ঘটনায় বাকি পাঁচজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ ৷

পূর্ব মেদিনীপুর যোগ: লালবাজার সূত্রের খবর, কল্যাণী গুহ অস্থায়ী ভাবে কলকাতার সোনাডাঙা এলাকায় ভাড়া বাড়িতে থাকলেও, তিনি আদতে পূর্ব মেদিনীপুর এলাকার বাসিন্দা । তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গিয়েছে ।

Last Updated :Aug 1, 2023, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.