ETV Bharat / state

Malaria in Kolkata : করোনা তৃতীয় টেউয়ের আশঙ্কার মাঝে শহরে ম্যালেরিয়ার প্রকোপ

author img

By

Published : Aug 21, 2021, 11:18 AM IST

অতীন ঘোষ
অতীন ঘোষ

একে তো করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে প্রশাসন ৷ শিয়রে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা । এরই মধ্যে আবার দোসর ম্যালেরিয়া ৷ চিন্তায় কলকাতা পৌরনিগম ৷

কলকাতা, 21 অগস্ট : করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বিশেষজ্ঞরা জানিয়েছেন ৷ এরই মধ্যে আবার ম্যালেরিয়া দেখা দিয়েছে কলকাতায় । করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতে ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধিতে দুশ্চিন্তায় কলকাতা পৌরনিগম । চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট মাস পর্যন্ত শহরে মোট 2হাজার 600 জন নাগরিক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ।

আক্রান্তদের মধ্যে 80% সাধারণ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন । 60% আক্রান্ত হয়েছেন ফেলসিপেরাম ম্যালেরিয়ায় (Falciparum Malaria)। ফলে ঘুম উড়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের । শহরে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে ইতিমধ্যে রিপোর্ট পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : Kmc: পুজোর আগেই শহরের সুলভ শৌচালয়গুলির হাল ফেরাবে কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগমের সূত্রে জানা গিয়েছে, 25, 39, 47, 48, 49, 50, 61 ও 62 নম্বর ওয়ার্ডগুলিতে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যবিভাগের প্রধান তথা কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বিষয়টি নিয়ে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন ।

মনে করা হচ্ছে, অনেক জায়গায় বর্ষার জল জমে থাকায় শহরে মশাবাহিত রোগ বাড়ছে । এই বিষয়ে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, নাগরিকদের বারে বারে সাবধানতা অবলম্বন করতে বলা হলেও বহু জায়গায় মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাব রয়েছে । এতে শহরে মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ । ম্যালেরিয়া রুখতে শহরের ঘিঞ্জি এলাকায় বাজারগুলিতে কীটনাশক স্প্রে করার নির্দেশ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.