ETV Bharat / state

কোন ভুলে মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী ?

author img

By

Published : Jul 7, 2021, 9:58 PM IST

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে মাত্র দু'টিতে জিতেছে বিজেপি । আসানসোল দক্ষিণ আর কুলটি । এই দুটি বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি পাঁচটির কোথাও মাথা গোঁজার ঠাই পায়নি বিজেপি । আর সম্ভবত সেই কারণেই কোপ পড়েছে বাবুলের ঘাড়ে ।

Union Cabinet Reshuffle
ছবি

কলকাতা, 7 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল সুপ্রিয় । সরে দাঁড়াতে হচ্ছে দেবশ্রী চৌধুরীকেও । নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় আজ যে ব্যাপক রদবদল হল, তাতে কোপ পড়েছে দু'জনের উপরেই । নতুন করে চারজনকে সুযোগ দেওয়া হয়েছে । শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক । কিন্তু কেন হঠাৎ করে সরে দাঁড়াতে হচ্ছে বাবুল-দেবশ্রী?

রাজ্য রাজনীতির বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, এর উত্তর লুকিয়ে রয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে । দুই রাষ্ট্রমন্ত্রীর কেউই নাকি সেভাবে এঁটে উঠতে পারেননি তৃণমূলের বিরুদ্ধে । বাবুল তো নিজেই হেরেছেন টালিগঞ্জ থেকে । তিনি যেখানকার সাংসদ, সেই আসানসোলেও কার্যত ভরাডুবি হয়েছে এবারে । আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে মাত্র দু'টিতে জিতেছে বিজেপি । আসানসোল দক্ষিণ আর কুলটি । এই দুটি বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি পাঁচটির কোথাও মাথা গোঁজার ঠাই পায়নি বিজেপি । আর সম্ভবত সেই কারণেই কোপ পড়েছে বাবুলের ঘাড়ে ।

আরও পড়ুন : বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর

দেবশ্রী চৌধুরীর অবস্থাও বলতে গেলে প্রায় একইরকম । নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন এতদিন । আর বাংলায় মাঝে মধ্যেই ধর্ষণ, নারী পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে । সেগুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চেপে ধরার সুযোগ ছিল দেবশ্রীর কাছে । কিন্তু 2019 সালে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি তাঁর মধ্যে ।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথাতেও বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চোধুরীর জন্য কিছুটা নরম সুর শোনা গেল । বিধানসভায় বাবুল-দেবশ্রীদের হয়ে ব্যাটন ধরলেন । দুই বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো প্রসঙ্গে বললেন, "আজ বাবুল খারাপ হয়ে গেল । রাজবংশী মহিলাটিও খারাপ হয়ে গেল । তাকেও ইস্তফা দিতে বলা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.