ETV Bharat / state

রাজীব কুমার কোথায় ? জানতে নবান্নে গিয়ে চিঠি ধরাল CBI

author img

By

Published : Sep 15, 2019, 7:12 PM IST

Updated : Sep 15, 2019, 10:30 PM IST

নবান্ন

রাজীব কুমার কোথায় তা জানতে CBI অফিসাররা আজ নবান্নে চিঠি দিয়ে আসেন । সেগুলোর মধ্যে দুটি DGP-র জন্য । অন্য দুটি চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য ।

কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজীব কুমারের খোঁজে এবার নবান্নে গেল CBI । এমনটাই খবর সূত্রের । জানা গেছে, CBI অফিসাররা আজ চারটে চিঠি নিয়ে নবান্নে যান । তার মধ্যে দুটি চিঠি DGP-র জন্য । অন্য দুটি চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য । প্রাথমিকভাবে অবশ্য নবান্নর তরফে ছুটির দিনে চিঠি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DGP-র উদ্দেশে লেখা চিঠিগুলো রিসিভ করেন সংশ্লিষ্ট আধিকারিক । কিন্তু স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের চিঠি নবান্ন রিভিস করেনি বলে খবর ।

কিন্তু কী আছে ওই চিঠিতে?

রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন, তা জানাতে হয় উচ্চতর আধিকারিকদের । রাজীব কুমার CID-তে উচ্চপদে কর্মরত । তিনি ছুটিতে রয়েছেন বলে ইমেল-এ জানিয়েছিলেন CBI-কে । তাঁর খোঁজ মিলছে না বলে দাবি CBI-র । তাই CBI রাজীব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্র সচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হয় । সূত্র জানাচ্ছে, চিঠি দিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে ।

দেখুন ভিডিয়ো

ওয়াকিবহাল মহল বলছে, সিনিয়র IPS অফিসারের বিরুদ্ধে তদন্তে নেমে আঁটঘাট বেঁধে এগোতে চাইছে CBI । সেই কারণে আইনজীবীর পরামর্শ নিয়ে খুঁটিনাটি সব বিষয়ে নজর রাখছে তারা । যাতে আদালতে কোনওভাবেই তদন্তের ফাঁক প্রমাণ না করতে পারে বিরোধী পক্ষ । CBI অফিসাররা ভালোভাবেই জানেন, দুঁদে IPS অফিসার হিসেবে পরিচিত রাজীব কুমার আইনটা ভালই জানেন । তাঁর সঙ্গে আইনজীবী হিসেবে রয়েছেন মিলন মুখোপাধ্যায়ের মত সিনিয়র । তাই তদন্তে বিন্দুমাত্র ফাঁক পেলে সেটাকেই হাতিয়ার করতে চাইবেন রাজীব কুমার । এমনিতে সরকারিভাবে রাজীব কুমারকে পলাতক বলতে পারছে না CBI । কারণ তিনি নিজে ইমেল করে জানিয়েছেন ছুটিতে আছেন । তবে তাঁর খোঁজ মিলছে না বলে দাবি করছেন সিনিয়র অফিসাররা । তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি দিয়ে রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে মাস্টার স্ট্রোক দিতে চাইল CBI । এখন নবান্নের তরফে যদি জানানো হয়, রাজীব কুমার কোথায় আছেন, তবে সেখানে যেতে পারে CBI । আবার যদি জানানো না হয়, তবে CBI আদালতে বলবে সরকারের তরফে অসহযোগিতা জারি রয়েছে ।

Intro:কলকাতা, 15 সেপ্টেম্বর: এবার নবান্নে পৌঁছে গেল সিবিআই। রাজীব কুমারের খোঁজ পেতেই এই নবান্ন অভিযান বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সিবিআই অফিসাররা আজ চারটে চিঠি নিয়ে নবান্নে যান। তার মধ্যে দুটি রাজ্য পুলিশের DGPর জন্য। অন্য দুটি চিঠি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য নিয়ে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। প্রাথমিকভাবে অবশ্য নবান্ন তরফে ছুটির দিনে ওই চিঠি নিতে অস্বীকার করা হয়। পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায়, ডিজির চিঠিগুলো নেন সংশ্লিষ্ট আধিকারিক। কিন্তু স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের চিঠি নবান্ন গ্রহণ করেনি বলে খবর।Body:কিন্তু কি আছে ওই চিঠিতে?

আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কি কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন জানাতে হয় উচ্চতর আধিকারিকদের। রাজীব কুমার সিআইডিতে উচ্চপদে কর্মরত। তিনি ছুটিতে রয়েছেন বলে ইমেইলে জানিয়েছিলেন সিবিআইকে। তার খোঁজ মিলছে না বলে দাবি সিবিআইয়ের। এমত অবস্থায় তারা রাজিব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবের শরণাপন্ন হলেন। সূত্র জানাচ্ছে, চিঠি দিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে।
Conclusion:আসলে সিনিয়ার আইপিএস অফিসারের বিরুদ্ধে তদন্ত নেমে সবদিকে আটঘাট বেঁধেই এগোতে চাইছে সিবিআই। সেই কারণে আইনজীবীর পরামর্শ নিয়ে খুটিনাটি সব বিষয়ে নজর রাখছে তারা। যাতে আদালতে কোনভাবেই তদন্তের ফাঁক প্রমাণ না করতে পারে বিরোধী পক্ষ। সিবিআই অফিসাররা ভালোভাবেই জানেন, দুঁদে আইপিএস হিসেবে পরিচিত রাজীব কুমার আইনটা ভালই জানেন। তার সঙ্গে আইনজীবী হিসেবে রয়েছেন মিলন মুখোপাধ্যায়ের মত সিনিয়র। তাই তদন্তে বিন্দুমাত্র ফাঁকফোকর পেলে সেটাকেই হাতিয়ার করতে চাইবেন রাজীব কুমার। এমনিতে সরকারিভাবে রাজীব কুমারকে পলাতক বলতে পারছে না সিবিআই। কারণ তিনি নিজে ইমেইল করে জানিয়েছেন ছুটিতে আছেন। সেই সূত্রে তাকে পলাতক বলা যাবে না। তবে তার খোঁজ মিলছে না বলে ঘনিষ্ঠ মহলের দাবি করছেন সিনিয়র অফিসাররা। তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি দিয়ে মাস্টার স্ট্রোক দিতে চাইল সিবিআই। এখন নবান্নে তরফে যদি জানানো হয় রাজীব কুমার কোথায় আছেন, তবে সেখানে যেতে পারে সিবিআই। আবার যদি জানানো না হয়, তবে সিবিআই আদালতে বলবে সরকারের তরফে অসহযোগিতা জারি রয়েছে।
Last Updated :Sep 15, 2019, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.