ETV Bharat / state

West Bengal Weather Update : রবিবার থেকে বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, শিলে আনাজের ক্ষতির আশঙ্কা

author img

By

Published : Jan 21, 2022, 7:16 AM IST

Updated : Jan 21, 2022, 7:53 AM IST

আজ প্রধানত পরিষ্কার আকাশ থাকলেও উপকূলবর্তী এলাকাগুলোয় হালকা বৃষ্টি হতে পারে ৷ আগামী 3 দিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ এমনকি শিলাবৃষ্টির কথা জানিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Weather
মাঘের শীতে বঙ্গে বৃষ্টি

কলকাতা, 21 জানুয়ারি : চলতি শীতে ঠান্ডার গ্রাফ ওঠা-নামা করছে ৷ তাপমাত্রা কমে যখন শীতের লম্বা ইনিংসের আশা জাগাচ্ছে, তখনই খলনায়ক পশ্চিমী ঝঞ্ঝা । হাওয়া অফিস জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার দেখা পাওয়ার সম্ভাবনা কম । মাঘের শুরুতে ছন্দে ফিরবে শীত । কিন্তু তার মসৃণ যাত্রাপথে কাঁটা সেই পশ্চিমী ঝঞ্ঝা এবং বৃষ্টির ভ্রূকুটি ।

আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে । তবে আজ থেকে উপকূলের কাছাকাছি কয়েকটি জেলায় দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে ।" আগামিকাল 22 জানুয়ারি একই ধরনের আবহাওয়া থাকবে । 23 এবং 24 জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া মাঘে বৃষ্টিপাতের কারণ ৷

শুনুন কী বলছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, চব্বিশ ঘণ্টায় মৃত 37

23 জানুয়ারি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা মূলত উত্তর পশ্চিম দিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । 25 জানুয়ারি মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি কমবে । 26 জানুয়ারি থেকে ফের আবহাওয়া পরিষ্কার হবে, জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিক ৷ আগামী 4-5 দিন রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি বেড়ে যাবে । বৃষ্টি কাটলে 26 জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা কমবে, ফিরবে ঠান্ডার আমেজ ।

আগামী দু'দিন উত্তরের জেলাগুলো বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 22-24 জানুয়ারি এই জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে । 22 জানুয়ারি শনিবার এই জেলাগুলোয় শিলাবৃষ্টিও হতে পারে । অকাল বৃষ্টি এবং শিলা বৃষ্টিতে শীতকালীন সবজি এবং ফসলের নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক করেছে হাওয়া অফিস ।

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ শুক্রবার ভোরে কুয়াশা থাকলেও পরে রোদ উঠবে । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ।

Last Updated : Jan 21, 2022, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.