ETV Bharat / state

Corona Update in Bengal : করোনার বাড়বাড়ন্তে রুপোলি রেখা, রাজ্যে 20 শতাংশের নিচে নামল সংক্রমণের হার

author img

By

Published : Jan 18, 2022, 7:30 PM IST

Updated : Jan 18, 2022, 8:26 PM IST

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা 10 হাজার 430 ৷ অনেকটা কমে সংক্রমণের হার 19.38 শতাংশ (Corona in Bengal) ৷

Corona in Bengal
করোনা

কলকাতা, 18 জানুয়ারি : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ রাজ্যে করোনা বিধিনিষেধের সুফল মিলছে (Corona in Bengal) ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা সামান্য বেড়ে 10 হাজার 430 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 9 হাজার 385 ৷ তবে সংক্রমণের হার বেশ খানিকটা কমে হয়েছে 19.38 শতাংশ ৷ আগের দিন যা ছিল 26.43 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় একজন বেড়ে মৃতের সংখ্যা 34 ৷

গতবছরের শেষভাগ থেকে রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ঊর্ধ্বমুখী ৷ সংক্রমণ 24 হাজারের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার দ্বিতীয় ঢেউয়েও এত সংক্রমণ দেখেনি রাজ্য ৷ পরিস্থিতি বাগে আনতে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য শুরু হয় আংশিক বিধিনিষেধ ৷ দিন পনেরোর মধ্যেই সেই সুফল মিলেছে হাতেনাতে ৷ 24 হাজার থেকে সংক্রমণ নেমে এসেছে দশ হাজারে ৷ কমেছে পজিটিভিটি রেট ৷ ফলে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যবাসী ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 205 জন ৷ আগের দিন যা ছিল 2 হাজার 879 জন ৷ উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 761 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতা লাগোয়া এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন 7 জন ৷ কলকাতায় সংখ্যাটা 10 জন ৷

আরও পড়ুন : IIT Kharagpur Covid Protocol: বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বিধিনিষেধ আইআইটি খড়্গপুরে

এই নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 19 লাখ 17 হাজার 514 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 13 হাজার 308 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 17 লাখ 41 হাজার 648 জন ৷

আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লাখ 55 হাজার 711 জন ৷ সোমবারের তুলনায় প্রায় 21 হাজার নমুনা পরীক্ষা বেশি হয়েছে ৷ আজ 53 হাজার 824 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 24 লাখ 16 হাজার 437 জন ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লাখ 80 হাজার 248 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 6 লাখ 46 হাজার 562 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 62 হাজার 744 জন ৷

আরও পড়ুন : Debra Vaccine Controversy : একই ছাত্রকে 10 মিনিটে দু'বার ভ্যাকসিন ডেবরায়

Last Updated : Jan 18, 2022, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.