ETV Bharat / state

New Rules for MRP-Expiry Date: পণ্যের প্যাকেটে এমআরপি ও এক্সপায়ারি ডেট লেখা নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের

author img

By

Published : Jan 20, 2023, 7:49 PM IST

জিনিসপত্রের এমআরপি ও এক্সপায়ারি ডেট লেখার ক্ষেত্রে, তা আরও স্পষ্ট হোক, এমনটাই চান বাংলার ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র (Bengal Minister Biplab Mitra) ৷ তাই এই নিয়ে তাঁর দফতর বেশ কিছু নির্দেশিকা দিয়েছে ৷

New Rules for MRP-Expiry Date
New Rules for MRP-Expiry Date

কলকাতা, 20 জানুয়ারি: বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে গেলে অনেকেই অভিযোগ করেন বিক্রেতারা তাঁদের কাছ থেকে এমআরপি (MRP) অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস-এর থেকে বেশি দাম নিচ্ছে । এর অন্যতম একটা প্রধান কারণ এই এমআরপি ছোট ছোট করে লেখা থাকে । সাধারণ মানুষকে তা প্রায় আতস কাঁচ দিয়ে খুঁজতে হয় । অনেক ক্ষেত্রে তাঁরা বাড়ি যাওয়ার পর এর দাম খুঁজে পান না । এবার এই নিয়ে কড়া হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর (Consumer Affairs Department) ।

এবার উৎপাদকদের কাছে নির্দেশ পাঠানো হচ্ছে যে এখন থেকে প্যাকেজিংয়ের পর সেখানে এমআরপি এবং প্রোডাক্টের এক্সপায়ারি ডেট (Expiry Date) লিখতে হবে বড় বড় হরফে । যাতে সাধারণ মানুষ খুব সহজে এগুলি খুঁজে পান । রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘‘এমআরপি নিয়ে আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে । মানুষ যাতে জিনিসপত্র ক্রয় করতে গিয়ে ঠকে না যায়, সেটা নির্দিষ্ট করতে বদ্ধপরিকর আমরা । আর তাই এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’’

কী সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ! মন্ত্রী বলেন, ‘‘যেকোনও খাদ্যদ্রব্য প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা কিছু জিনিসকে বাড়তি গুরুত্ব দিচ্ছি ।’’ উদাহরণ হিসাবে তিনি জানিয়েছেন যে এতদিন পর্যন্ত বিভিন্ন সময় দেখা যেত যেকোনও খাদ্যদ্রব্যের প্যাকেজিং-এ যথেষ্ট জায়গা থাকলেও 'ইনগ্রেডিয়েন্টস' এতদিন লেখা হত 2 মিলিমিটার জায়গা নিয়ে । মন্ত্রী বলেন, ‘‘আমরা বলেছি এমনটা আর চলবে না । এক্ষেত্রে দফতরের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কোনও খাদ্যদ্রব্যের প্যাকেট যদি 200 থেকে 500 গ্রামের মধ্যে হয়, সেক্ষেত্রে 'ইনগ্রেডিয়েন্টস'-এর জন্য নূন্যতম চার মিলিমিটার জায়গা দিতে হবে । একইভাবে প্যাকেট যদি 500 গ্রামের বেশি হয়, সেক্ষেত্রে জায়গা দিতে হবে 8 মিলিমিটার ।’’

এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন, এক্সপায়ারি ডেট ও এমআরপির ক্ষেত্রে 200 গ্রাম ওজনের কোনও প্যাকেটের ক্ষেত্রে জায়গা রাখতে হবে 1.8 মিলিমিটার । এবং তার বড় প্যাকেটের ক্ষেত্রে আরও একটু বড় জায়গা দিতে হবে এমআরপি-র জন্য । মন্ত্রী চাইছেন, প্যাকেট যেমনই হোক৷ মানুষ তথ্য পাক । যাতে জিনিসপত্র কিনতে গিয়ে তাঁরা প্রতারিত না হন । আর সেই জন্যই উৎপাদক সংস্থার কাছে এমন বিধিনিষেধের কথা জানিয়েছে তাঁর দফতর ।

আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতির দায়ে বেসরকারি হাসপাতালকে এক কোটির বেশি জরিমানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.