ETV Bharat / state

গর্জন অনুযায়ী বর্ষণ নয়, বিজেপির চিৎকারে মুখ বন্ধ ধনকড়ের

author img

By

Published : Jul 2, 2021, 7:41 PM IST

Updated : Jul 2, 2021, 8:00 PM IST

বিরোধীদের গন্ডগোলে আসলে মুখ পুড়ল রাজ্যপালের । তিনি সংবাদমাধ্যমের নজরে আসতে চেয়েছিলেন । অথচ ক্ষীর খেয়ে গেলেন শুভেন্দু অধিকারী । এমনটাই মনে করছেন রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।

West Bengal Assembly Session
ছবি

কলকাতা, 2 জুলাই : বিগত কয়েক দিন ধরে এত জল্পনা, এত আলোচনার পর দিনের শেষে যা ঘটল, তা পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কি বা বলা চলে ? সংঘাতের আবহে রাজ্যপাল আদৌ তাঁর ভাষণ রাখবেন কি না তা নিয়ে যখন জল্পনা চলছিল, তখন মাত্র 4 মিনিটের বাজেট বক্তব্য রেখে বিধানসভা কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বিধানসভায় তখন তুমুল উত্তেজনা । রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সদস্যরা ।

বিধানসভা জুড়ে বিরোধী বেঞ্চ থেকে তখন আওয়াজ উঠছে, জয় শ্রীরাম ! বিজেপি বিধায়কের হাতে 41 জন বিরোধী কর্মীর ছবি । তাঁরা কেউই আর বেঁচে নেই । বিরোধীদের অভিযোগ নির্বাচন-পরবর্তী হিংসার শিকার হয়েছেন তাঁরা । এই হট্টগোলের মধ্যে আচমকা ভাষণ শেষ করেন রাজ্যপাল । হট্টগোলে তখন কেউই বুঝতে পারেননি তিনি তাঁর হাতে থাকা ভাষণ আদৌ শেষ করেছেন কি না । অনেকের মনেই তখন সন্দেহ ছিল, হয়ত বক্তব্য অসম্পূর্ণ রেখেই ফিরে যাচ্ছেন রাজ্যপাল ।

বিধানসভার বিরোধীদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, বিরোধীদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যপাল তাঁর সম্পূর্ণ বক্তব্য রাখেননি । এদিকে অধিবেশনের দ্বিতীয় পর্বে অনুপস্থিত ছিলেন বিরোধী দলের সদস্যরা । এই সময় ধন্যবাদ দিতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের লেখা প্রতিবেদন পাঠের জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানান । এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যপাল তাঁর লিখিত ভাষণ এর প্রথম এবং শেষ অনুচ্ছেদ পড়েছেন এবং রাজ্য বিধানসভায় পুরো ভাষণটি গৃহীত হয়েছে । তিনি এও জানান, ভাষণে অতিরিক্ত বক্তব্য যোগ করেননি তিনি ।

আরও পড়ুন : তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি অভিষেকের

ফলে গত কয়েক দিন ধরে চলা রাজনৈতিক জল্পনার ইতি । বরং কিছুটা হাঁফ ছেড়ে বাঁচল শাসক পক্ষ । যদিও এর পরেও রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই ঘটনাকে নজিরবিহীন বলেছেন । রাজ্যপালের ভাষণের সময় গন্ডগোলের ঘটনা আগেও ঘটেছে । প্রাক্তন রাজ্যপাল বীরেন জে শাহকেই একই পরিস্থিতি সামলাতে হয়েছিল । তবে সেই বারও এমন ঘটনা ঘটেনি বলছেন সুব্রত মুখোপাধ্যায় । তাঁর কথায়, বিরোধীদের গন্ডগোলে আসলে মুখ পুড়ল রাজ্যপালের । তিনি সংবাদমাধ্যমের নজরে আসতে চেয়েছিলেন । অথচ ক্ষীর খেয়ে গেলেন শুভেন্দু অধিকারী ।

Last Updated : Jul 2, 2021, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.