ETV Bharat / state

Biswa Bangla logo in School Uniform : নীল-সাদা পোশাকে বিশ্ববাংলার লোগো ! শিক্ষাক্ষেত্রে বাড়ছে বিতর্ক

author img

By

Published : Mar 21, 2022, 10:20 PM IST

Biswa Bangla logo
নীল-সাদা পোশাকে বিশ্ববাংলার লোগো, শিক্ষাক্ষেত্রে বাড়ছে বিতর্ক

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো (Biswa Bangla logo in school uniform) ব্যবহার করার ৷ রাজ্যের সমস্ত স্কুলে এই পোশাক বিতরণ করবে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর ।

কলকাতা, 21 মার্চ : পছন্দের রং নয়, এবার থেকে স্কুলের পোশাক হবে নীল-সাদা ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ৷ সেই পোশাক দেবে সরকার ৷ সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্কুলগুলির প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই নিয়ম ধার্য হয়েছে ৷ যদিও তাদের এখনও পোশাক সরকারের তরফ থেকেই দেওয়া হয় ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী ছাত্রদের নীল প্যান্ট ও সাদা জামা । ছাত্রীদের ক্ষেত্রে নীল সাদা সালোয়ার কামিজ ও শাড়ি । ইউনিফর্মে স্কুলের লোগোর বদলে থাকবে বিশ্ববাংলা'র লোগো (Government decide to use Biswa Bangla logo in School uniform) ৷

নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ছেলেরা নীল প্যান্ট ও সাদা জামা এবং মেয়েরা নীল সালোয়ার কামিজ ও সাদা জামা পরবে । রাজ্যের সমস্ত স্কুলে এই পোশাক বিতরণ করবে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর । দেওয়া হবে ব্যাগও । স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো রাখার নির্দেশও দেওয়া হয়েছে । প্রত্যেকটি স্কুলের পোশাক বহন করে সেই স্কুলের ঐতিহ্য ৷ পোশাকের উপর থাকা লোগো বা এমব্লেম বহন করে সেই স্কুলের পরিচয় ৷ ফলে যেই স্কুলের পোশাক নীল-সাদার, তাদের পোশাকের ক্ষেত্রেও বদল আসছে ৷ থাকছে না স্কুলের লোগো ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷

আরও পড়ুন : সরকার পোষিত স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো, হাইকোর্টে মামলা

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘এভাবে স্কুলের পোশাককে নীল-সাদা করে দেওয়ার সিদ্ধান্তর মধ্যে দিয়ে সরকারি শিক্ষাক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে । যা খুবই দুর্ভাগ্যজনক । প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব একটা পরম্পরা আছে । ড্রেসকোড সেই ঐতিহ্য, পরম্পরার ধারক ও বাহক । কারণ একটা বিদ্যালয়ের পোশাক ও পোশাকের রং এবং লোগো তৈরি হয় অনেক কিছু উপর নির্ভর করে । কিন্তু খুব অদ্ভুতভাবে সরকার সমস্ত বিদ্যালয়ে একই রকম ড্রেসকোড ধার্য করতে চাইছে কেন ? তারা কি একবারও ভাবছেন না যে একটি বিদ্যালয়ের ইতিহাস এবং বর্তমানের সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের আবেগ আহত হতে পারে । তার চেয়ে রাজ্য সরকার যদি সরকারি স্কুলের মানকে আরও উন্নত করার চেষ্টা করে তা হবে কাজের কাজ ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.