ETV Bharat / state

পস্তাতে হবে, টিকিট না পেয়ে দলত্যাগীদের বার্তা ফিরহাদের

author img

By

Published : Mar 8, 2021, 7:35 PM IST

আজ যাঁরা দলে দলে বিজেপিতে যোগদান করছেন আগামী দিনে সকলকে অনুশোচনা করতে হবে । এমনটাই মনে করছেন ফিরহাদ হাকিম ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

কলকাতা, 8 মার্চ : প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের একাধিক নেতা নেত্রী বেসুরো হয়েছেন । তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় এদিন অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে । সোনালী গুহ, সরলা মূর্মু, তনুশ্রী দে, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ,জটু লাহিড়ী, দীপেন্দু বিশ্বাসের মতো নেতা-নেত্রীরা তৃণমূল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করে । এই প্রসঙ্গে আজ ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজ যাঁরা টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে যাচ্ছেন, আগামী দিনে তাঁদের সকলকেই পস্তাতে হবে ।

ফিরহাদ হাকিম বলেন, "প্রার্থী না হতে পেরে যাঁরা বিজেপিতে যোগদান করছেন তাঁদেরকে একদিন আবার ফিরে আসতে হবে দিদির কাছেই । কারণ তৃণমূল ছেড়ে তাঁরা যে দলে যোগদান করছেন সেই দলে তাঁরা বেশিদিন টিকতে পারবেন না । কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস যে আদর্শে বিশ্বাসী, বিজেপির আদর্শের সঙ্গে সেই ভাবধারা মেলে না । তাঁরাও বেশিদিন যেতে বিজেপিতে গিয়ে শান্তিতে থাকতে পারবেন না । তাঁদের তো আবার ফিরে আসতে হবে দলনেত্রীর কাছে । বিজেপির আদর্শ আর তৃণমূলে চিন্তাধারার সম্পূর্ণই আলাদা । আজ যাঁরা দলে দলে বিজেপিতে যোগদান করছেন আগামী দিনে সকলকে অনুশোচনা করতে হবে ।"

আরও পড়ুন : কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসকের পদ ছাড়ার পথে ফিরহাদ

তবে যেদিন নিজেদের ভুল বুঝে তাঁরা পুনরায় তৃণমূলের ফিরে আসতে চাইবেন তখন দল তাঁদের নেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে । কারণ সেদিন তাঁরা নিজেদের ভুল বুঝে ফিরে আসতে চাইলেও দলনেত্রী তাঁদের দলে নেবেন কি না পরিস্থিতির ওপর নির্ভর করছে । এমনটাই বললেন ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.