ETV Bharat / state

West Bengal Weather Update : বৃষ্টি ভেজা ঈদ কাটবে বঙ্গে, জানাল হাওয়া অফিস

author img

By

Published : May 2, 2022, 7:29 AM IST

বৃষ্টি ভেজা রমজান মাসের শেষে ঈদ (Eid-ul-Fitr 2022) উৎসব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে তারই জোরাল ইঙ্গিত পাওয়া গেল (West Bengal Weather Update) ।

Weather Update
বৃষ্টি ভেজা ঈদ কাটবে বঙ্গে

কলকাতা, 2 মে : পবিত্র রমজান মাস শেষে ঈদের উৎসবে (Eid-ul-Fitr 2022) দহনজ্বালা থাকবে না। বরং আবহাওয়া তার পারদ কম করে উপস্থিত হবে উপভোগ্য গ্রীষ্ম হয়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি তার গতিপথে নিয়ন্ত্রণ টানবে। তবে বঞ্চিত করবে না। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি তার মত করে ইনিংস সাজাবে (West Bengal Weather Update)।

দু'মাস ধরে একবিন্দুর বৃষ্টির ফোটার জন্য চাতর পাখির মতো চেয়েছিল দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের দহনজ্বালা সহ্য করেও মুক্তির জন্য দিন গুণছিল। বাইরে বের হওয়ার বিধিনিষেধ, স্কুলের দরজা ফের বন্ধ গ্রীষ্মকালীন ছুটির অবকাশে। প্রায় প্রাণান্তকর গরমে যখন আইঢাই অবস্থা তখনই বৃষ্টি এল নিজস্ব ঢংয়ে। গত 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ বৃষ্টিস্নাত। সন্ধ্যা হলেই এলোকেশী সাজে আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নিয়ে হাজির দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

তাপপ্রবাহের আতঙ্ক আগামী কয়েকটি দিন অতীত হয়েই থাকবে। তৃষ্ণার্ত দক্ষিণবঙ্গকে স্বস্তি দিতে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ হাজির হওয়ার জোরাল ইঙ্গিত দিতে শুরু করেছে বলে হাওয়া অফিস জানিয়েছে। সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণ আন্দামান সাগরে আগামী বুধবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আরও দু'দিন পরে অর্থাৎ 6 মে নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়াতে পারে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি।"

সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, দক্ষিণ আন্দামান সাগরে আগামী বুধবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে

আরও পড়ুন : উধাও তাপপ্রবাহ ? রাজ্যজুড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ইতিমধ্যে রবিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ । বৃষ্টি হয়েছে 13.07 মিলিমিটার ।

সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ স্বস্তি দিতে সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাই আগামী কয়েকদিন তাপমাত্রার পারদের সর্বোচ্চ অবস্থান নিয়ে আতঙ্কিত হওয়ার বদলে বরং স্বাভাবিক তাপমাত্রায় বৃষ্টি ভেজার স্বস্তিতে থাকবে দক্ষিণবঙ্গের মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.