ETV Bharat / state

WBBSE Reacts on Azad Kashmir: টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' বিতর্কে পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির

author img

By

Published : Jan 17, 2023, 8:04 PM IST

WBBSE Reacts on Azad Kashmir ETV Bharat
পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির

খতিয়ে দেখে পদক্ষেপ করবে বোর্ড ৷ টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' বিতর্কে এমনই আশ্বাস দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE Reacts on Azad Kashmir)।

পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির

কলকাতা, 17 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir in Test Paper) লেখা নিয়ে তোলপাড় গোটা রাজ্য ৷ পরিস্থিতি সামাল দিতে এ বার আসরে নামলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE Reacts on Azad Kashmir)। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷ সবদিক বিচার বিবেচনা করে এই নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ৷

পর্ষদের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর: মধ্যশিক্ষা পর্ষদের 2022-2023 সালের টেস্ট পেপারের 132 নম্বর পাতায় ছাপা একটি প্রশ্নের উত্তর ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইতিহাস প্রশ্ন ঘিরে বিতর্কের সূত্রপাত । সেই প্রশ্নে ভারতবর্ষের রেখা মানচিত্র চিহ্নিত করার কথা বলা হয়েছে । যে স্থানগুলোর নাম সেখানে লেখা রয়েছে, তার মধ্যে প্রথমেই লেখা রয়েছে আজাদ কাশ্মীর । আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই এই নিয়ে শোরগোল শুরু হয়েছে নানা মহলে ৷

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির: ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ৷ সমগ্র বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে । খোঁজ নিয়ে পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি (WBBSE President assures action on Azad Kashmir)।

ওয়েবসাইটে সংশোধনী প্রকাশের আশ্বাস: পর্ষদ সভাপতি এও জানান যে, সম্ভবত মালদার ওই স্কুলের ইতিহাসের শিক্ষক কুনারাম মুর্মুর বদলে ওই স্কুলেরই শারীর শিক্ষার শিক্ষক প্রিয়ব্রত মণ্ডল প্রশ্নটি করেছেন । তবে তিনিও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছেন ৷ তবে ইতিমধ্যেই এই টেস্ট পেপার রাজ্যের সর্বত্র বিলি হয়ে গিয়েছে। ফলে একটি প্রশ্নের জন্য তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিলি হওয়া সমস্ত টেস্ট পেপার আবার ফিরিয়ে আনা সম্ভব নয় । যে ত্রুটি হয়েছে সেটা খতিয়ে দেখে পর্ষদের ওয়েবসাইটে সংশোধনী প্রকাশ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.