ETV Bharat / state

WB Summer Holiday : স্কুল খুলতেই ফের গরমের ছুটি, পড়ুয়াদের নিয়ে চিন্তিত শিক্ষকমহলের একাংশ

author img

By

Published : Apr 28, 2022, 8:47 PM IST

WB Summer Holiday
WB Summer Holiday

শিক্ষকরা বলছেন, হুট করে গরমের ছুটি পড়ে যাওয়ায় অনেকটাই পিছিয়ে পড়বে পড়ুয়ারা । তাঁদের মতে, এই পরিস্থিতির অন্যভাবেও মোকাবিলা করা যেত ৷

কলকাতা, 28 এপ্রিল : খুলতে না খুলতেই ফের বন্ধ স্কুলের দরজা ৷ 2 মে থেকে স্কুলগুলিতে গরমে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই মুহূর্তে দারুণ দাবদাহে পুড়ছে রাজ্য । এই পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে এগিয়ে আনা হয়েছে গরমে ছুটি ৷ যা নিয়ে নানামুনির নানা মত ৷ যদিও শিক্ষকদের একাংশের মতে, আরও কিছুদিন স্কুল চলার পর গরমের ছুটি পড়লে ভাল হত । কারণ দীর্ঘদিন বাড়িতে থাকার পর সবে ছন্দে ফিরছিল স্কুলগুলি ৷ সকাল হতেই স্কুলের যাওয়ার তাড়া, সহপাঠীদের সঙ্গে খুনসুটি, ক্লাসরুমে বসে পড়াশোনার অভ্যাস ফিরে আসছিল ৷ এই অভ্যাসে ফের ছেদ পড়বে ৷ তাও আবার প্রায় দেড় মাসের মতো ৷ শিক্ষকরা বলছেন, হুট করে গরমের ছুটি পড়ে যাওয়ায় অনেকটাই পিছিয়ে পড়বে পড়ুয়ারা । তাঁদের মতে, এই পরিস্থিতির অন্যভাবেও মোকাবিলা করা যেত ৷

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসস, রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "প্রায় দু'বছর করোনার অজুহাতে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান । এমনিতেই অনেকটা পিছিয়ে পড়েছে বাচ্চারা । স্কুল ছুটের সংখ্যাও বেড়েছে । দীর্ঘ সময়ের পর গত ফেব্রুয়ারি থেকেই ছন্দে ফিরছিল শিক্ষা প্রতিষ্ঠান । আবার ক্লাসরুম মুখরিত হচ্ছিল পড়ুয়ারা । আবার একটা লম্বা ছুটি পড়ে গেল । হ্যাঁ, গরম অসহ্য হয়ে উঠছিল ৷ অসুস্থ হবার ভয় ছিল, কিন্তু তারপরেও অন্য উপায় ভাবা যেতে পারত । এরপর যদি আবার করোনার চতুর্থ ঢেউ আসে তাহলে আবার অনির্দিষ্টকালের জন্য হয়তো বন্ধ করে দিতে হবে স্কুল ।" এই বিষয়ে পাশের রাজ্য ওড়িশার উদাহরণ দেন তিনি ৷ বলেন, "ওড়িশা সরকার পাঁচদিন স্কুল ছুটি দিয়ে অপেক্ষা করছে আবহাওয়া পরিবর্তনের, তারপর আবার সিদ্ধান্ত নেবে ।

এদিকে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "বিদ্যালয়গুলিতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মুখে হঠাৎ করে গরমে ছুটি পড়ে গেল ৷ শিক্ষা দফতর থেকে সকাল সকাল স্কুল চালুর পরামর্শ জারি হয়েছিল ৷ তারপরও মুখ্যমন্ত্রীর আচমকা প্রায় দেড় মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা বিস্ময়কর । প্রাথমিকভাবে কিছুদিন কি মর্নিং স্কুল চালু করা যেত না ? উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে গ্রীষ্মের দাবদাহের কোনও চিহ্ন নেই । সামগ্রিকভাবে আবহাওয়ার অবস্থা কেমন থাকবে তা না জেনেই এত দীর্ঘ দিনের ছুটি ঘোষণা কি বাস্তবসম্মত ?" প্রশ্ন তাঁর ৷

আরও পড়ুন : ছুটির প্রসঙ্গ তুলে এবার রাজ্য ভাগের দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, "29 এপ্রিল থেকে একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা । 2 মে থেকে গরমের ছুটি শুরু করলে সেই পরীক্ষা আদৌ করা যাবে কি না, তা নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি । মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী আগামী 7 মে-র মধ্যে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কাজ শেষ করার কথা । এই কাজটা অধিকাংশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 2 মে থেকেই শুরু হওয়ার কথা । পরিবর্তিত পরিস্থিতিতে এই ঘোষণার পর সেই পরীক্ষার পরিণতি কী হবে আমাদের জানা নেই ।"

তিনি আরও বলেন, "এই মারাত্মক আবহাওয়া সত্ত্বেও আমরা বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই মাত্র চারটি দিন (2, 5, 6, 7 মে) যদি বিদ্যায়তন খোলা রেখে এই পরীক্ষাগুলো সম্পাদন করার সুযোগ দেওয়া হত তাহলে পরীক্ষার্থীদের ভবিষ্যতের দিকটা সুরক্ষিত হত । এই আবহাওয়ায় গরমের ছুটি যেমন এগিয়ে আনা হয়েছে, পূর্ব অভিজ্ঞতা বলছে ছুটি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও যথেষ্ট রয়েছে । এর পাশাপাশি জুন মাস থেকে প্রস্তাবিত কোভিড অতিমারির চোখরাঙানি, কেমন থাকবে আমরা কেউ জানি না । তাই সামগ্রিক বিষয়টি বিবেচনা করে 2 মের পরিবর্তে 7 মে তারিখটি পর্যন্ত পরীক্ষার জন্য বিদ্যায়তন খোলা রেখে তারপর গরমের ছুটি দেওয়ার প্রস্তাবটি আরও একবার বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ।"

আরও পড়ুন : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.