ETV Bharat / state

Guidelines for Civic Volunteers: সিভিক ভলান্টিয়াররা কেবল পুলিশকেই সাহায্য করবেন, জানাল প্রশাসন

author img

By

Published : Mar 25, 2023, 3:38 PM IST

West Bengal Police Directorate clarify the Guidelines for Civic Volunteer
প্রতীকী ছবি

সিভিক ভলান্টিয়ারদের কাজের সীমা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তারই প্রেক্ষিতে গাইডলাইন (Guidelines for Civic Volunteer) প্রকাশ করল রাজ্য পুলিশের ডিরেক্টরেট (West Bengal Police Directorate) ৷

কলকাতা, 25 মার্চ: পুলিশকর্মীরা যখন কোনও কর্তব্য পালন করবেন, তখন তাঁরা শুধুমাত্র তাঁদের সাহায্য করতে পারেন ৷ এটাই সিভিক ভলান্টিয়ারদের একমাত্র কাজ ৷ পুলিশ প্রশাসনের কাজে ঠিক এভাবেই সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিধি ও অধিকার নির্দিষ্ট করে দেওয়া হল ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব ও কাজ নিয়ে গাইডলাইন (Guidelines for Civic Volunteer) প্রকাশ্য়ে আনল রাজ্য পুলিশের ডিরেক্টরেট (West Bengal Police Directorate) ৷

সম্প্রতি বেহালার সরশুনার বাসিন্দা এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ৷ পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় ওই দুই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে পুলিশও ছিল ৷ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয় ৷ সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সিভিক ভলান্টিয়ারদের অধিকার ও কাজের পরিধি ঠিক কতটা, তা পুলিশ প্রশাসনকে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে ৷ নির্দেশ ছিল, 29 মার্চের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷

এই নির্দেশ পাওয়ার পরই সিভিক ভলান্টিয়ারদের কাজের খতিয়ান নির্দিষ্ট করে দেওয়া হল রাজ্য পুলিশের তরফে ৷ রাজ্য পুলিশের ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়াররা কখনই কোনও আইন প্রয়োগ করতে পারবেন না ৷ কারণ, আইনত সেই অধিকার তাঁদের নেই ৷ তবে, পুলিশকর্মীরা যখন আইনরক্ষার কাজ করবেন, তখন তাঁদের নির্দেশ ও প্রয়োজন মতো কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকদের সাহায্য করতেন পারেন সিভিক ভলান্টিয়াররা ৷ তার মধ্যে থাকছে রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ, উৎসবের সময় ভিড় সামলানো, বেআইনি পার্কিং আটকানো, আমজনতার জীবন সুরক্ষিত করা প্রভৃতি ৷

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী ? গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

সূত্রের দাবি, রাজ্য়ের বিভিন্ন থানায় প্রয়োজনের তুলনায় পুলিশকর্মীর সংখ্য়া কম ৷ এই অবস্থায় কাজের চাপ সামলাতে সিভিক ভলান্টিয়ারদের সাহায্য নেওয়া হয় ৷ কিন্তু, সিভিক ভলান্টিয়ারদের একটা বড় অংশের বিরুদ্ধে বারবার দাদাগিরির অভিযোগ উঠেছে ৷ এই প্রেক্ষাপটে আদালতের নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ তবে, এরপরও সিভিক ভলান্টিয়ারদের একাংশের দাদাগিরি বন্ধ হবে কি না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.