ETV Bharat / state

DA Protest: তীব্র হচ্ছে ডিএ'র দাবি, রাজ্যজুড়ে কর্মবিরতি পালন সরকারি কর্মীদের

author img

By

Published : Feb 13, 2023, 8:26 PM IST

বকেয়া মহার্ঘভাতার দাবিতে সোমবার রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মীরা (Bengal DA protest) ৷ মহার্ঘভাতা না-মেটালে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা ৷

ETV Bharat
রাজ্যজুড়ে কর্মবিরতি সরকারি কর্মীদের

ডিএ'র দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি সরকারি কর্মীদের

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্রমে জোরালো হচ্ছে বকেয়া মহার্ঘভাতা (DA) মেটানোর দাবি ৷ রাজ্যের বিরুদ্ধে ডিএ বঞ্চনার অভিযোগ তুলে, সোমবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল মহার্ঘভাতা নিয়ে আন্দলনরত একাধিক সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ (DA Protest in WB) ।

ন্যায্য অধিকারের দাবি বলে ডাকা এই কর্মবিরতি আন্দোলনে এদিন ভালো সাড়া মিলেছে ৷ ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই সরকারি দফতর, এমনকি স্কুলগুলিতেও কর্মবিরতির ছবি ধরা পড়েছে ৷ ফলে ব্যাহত হয়েছে পঠনপাঠন ৷ আন্দোলনকারীদের দাবি, ডিএ কোনও অনুদান নয়, এটা তাঁদের অধিকার ও ন্যায্য পাওনা ৷ তাই হাইকোর্টের নির্দেশ মেনে দ্রুত বকেয়া মহার্ঘভাতা মেটাক রাজ্য ৷ রাজ্যে বিভিন্ন শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিও তুলেছেন আন্দোলনকারীদের একাংশ ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় এদিন এই কর্মবিরতি পালন করা হয় (WB Govt employees in DA protest) ৷

যতদিন না এই দাবিগুলি মানা হচ্ছে ততদিন প্রতিবাদ, অবস্থান বিক্ষোভ চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ উল্লেখ্য, বকেয়া মহার্ঘভাতার দাবিতে 18 দিন ধরে কলকাতার শহিদ মিনার চত্বরে কেন্দ্রীয়ভাবে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এর আগে গত 1 ফেব্রুয়ারিতেও দু'ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন সংগঠনের সদস্যরা । পরবর্তীকালে 4 ও 5 ফেব্রুয়ারি 24 ঘণ্টার জন্য প্রতীকী অনশনেও সামিল হন তাঁরা ৷

আরও পড়ুন: ডিএ দাবিতে আমরণ অনশন, আন্দোলনকারীদের বেনজির আক্রমণ ফিরহাদের

এই ইস্যুতে 8 থেকে 10 ফেব্রুয়ারি হয় রিলে অনশনও ৷ বকেয়া মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে এই মাসের 10 তারিখ তারিখ থেকে শহিদ মিনারের প্রতিবাদ মঞ্চে আমরণ অনশন শুরু করেন 5 জন ৷ যাঁদের মধ্যে একজন অসুস্থও হয়ে পড়েন এদিন ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শহিদ মিনারের প্রতিবাদস্থলে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়াচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরাও ৷ উল্লেখ্য, বর্তমানে রাজ্যের মহার্ঘভাতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.