ETV Bharat / state

Visva Bharati University: র‍্যাগিংয়ের অভিযোগে 3 ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার বিশ্বভারতীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:54 PM IST

Updated : Aug 22, 2023, 9:22 PM IST

Three Students Suspended from Hostel for Ragging Allegation: ব়্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এবার হস্টেলে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ে ৷ এই অভিযোগ ওঠায় তিন ছাত্রকে হস্টেল থেকেই বহিষ্কার করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

Visva Bharati University
Visva Bharati University

3 ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার বিশ্বভারতীর

বোলপুর, 22 অগস্ট: যাদবপুরের পর এবার বিশ্বভারতীতে আবাসিক ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ । অভিযুক্ত তিন ছাত্রকে ইতিমধ্যেই ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে । পরে উপাচার্যের উপস্থিততে কেন্দ্রীয় কার্যালয়ে অভিযুক্ত তিন ছাত্র-সহ নির্যাতিত ছাত্রকে ডেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । প্রসঙ্গত, ছাত্রাবাসে র‍্যাগিং করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইমেল মারফত অভিযোগ করেছিল ওই ছাত্র ।

অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বপল্লি সিনিয়র বয়েজ হস্টেলের হিন্দি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে একমাস ধরে র‍্যাগিং করা হচ্ছে । এই মর্মে দ্বিতীয় বর্ষের তিন ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইমেল মারফত অভিযোগ করেন নির্যাতিত ছাত্র । অভিযোগ পেয়েই বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে খতিয়ে দেখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি । অভিযুক্ত তিন ছাত্র ইউরোপীয়ান স্টাডিজ বিভাগের । দু’জন পূর্বপল্লি সিনিয়র বয়েজ হস্টেলে ও একজন নিচু বাংলো ছাত্রাবাসে থাকতেন ।

অভিযোগ আসতেই নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্য নিজে রাতেই দু’টি ছাত্রাবাসে যান ৷ অভিযুক্ত তিন ছাত্রকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয় । এ দিন দিনভর নির্যাতিত ছাত্র-সহ অভিযুক্ত তিন ছাত্রকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিশ্বভারতী অ্যান্টি র‍্যাগিং দলের প্রতিনিধিরা ৷ এমনকি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে ভাষা ভবনের অধ্যক্ষ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, অধ্যাপক, হস্টেল ওয়ার্ডেনদের নিয়ে বৈঠক হয় । অভিযুক্ত তিন ছাত্রকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় ৷

তারপর বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে তাদের পূর্বপল্লি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বিকেলে ফের বিশ্বভারতী জরুরি বৈঠকে নিয়ে আসা হয় । জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ওই ছাত্রের গায়ে থুথু দিয়ে দেয় তিন ছাত্র । এমনকী, তাঁর মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়া হয় ছাত্রাবাসের পাশের জঙ্গলে । পরের দিন সেই মোবাইল উদ্ধার হয়েছে । এভাবেই চলছিল র‍্যাগিং ।

আরও পড়ুন: অপরাধী সাজানো হয়েছে, আদালতে প্রবেশের মুখে ফের সাফাই ধৃত সৌরভের

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের জেরে ছাত্রের মৃত্যুর অভিযোগ নিয়ে হইচই হচ্ছে ৷ এখনও পর্যন্ত পুলিশ 13 জনকে গ্রেফতার করেছে এই ঘটনায় ৷ এই পরিস্থিতিতে বিশ্বভারতীতেও ব়্যাগিংয়ের অভিযোগ ওঠায় তড়িঘড়ি ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ৷ যদিও, এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের কেউই ।

Last Updated : Aug 22, 2023, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.