ETV Bharat / state

Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

author img

By

Published : Nov 20, 2021, 9:22 PM IST

Viral Audio of Saumitra khan
"রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

ভাইরাল অডিয়ো টেপে সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছে, "2024 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি মাত্র 3টি আসনে জয়লাভ করবে । তৃণমূল 39টি আসন পাবে । শুভেন্দু অধিকারী একটা সিটও জিতবে না পূর্ব মেদিনীপুরে ।"

কলকাতা, 20 নভেম্বর : বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের পর বর্তমানে টালমাটাল দশা রাজ্য বিজেপিতে ৷ বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্য়োপাধ্যায়, সব্বসাচী দত্তের মতো নেতারা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ দলের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে বসালেও বন্ধ হয়নি দলীয় কোন্দল ৷ তথাগত রায়ের মতো বিজেপি (BJP) নেতারা প্রকাশ্যেই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ৷ বঙ্গ বিজেপির এই যখন অবস্থা তখন তাতে নয়া মাত্রা যোগ করল শনিবার ভাইরাল হওয়া একটি অডিয়ো টেপ (Viral Audio Tape) ৷ ভাইরাল এই অডিয়ো টেপে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)-এর গলা শোনা গিয়েছে ৷ যদিও ইটিভি ভারত এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

এই অডিও টেপে শোনা যাচ্ছে সৌমিত্র বলছেন, "রাজ্যে লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু একটা সিটও জিতবে না৷ দিলীপ ঘোষ নিজের বুথে, নিজের পঞ্চায়েতে হেরেছেন৷ শুধু বড় বড় কথা৷", এই অডিয়ো টেপে 2 জনের কথোপকথন শোনা গিয়েছে যাঁদের মধে একজনের গলা সৌমিত্র খাঁয়ের বলেই মনে করা হচ্ছে ৷ এখানেই থামেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ৷ তিনি বলেছেন, "বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগ করে দিচ্ছে, রাজবংশী, আদিবাসী৷ বাংলার রাজনীতিতে এভাবে হয় নাকি! "

"রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

আরও পড়ুন : Sukanta Majumder on SSC : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল বঙ্গ বিজেপি

রাজ্য থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় যে চারজন বিজেপি সাংসদ প্রতিমন্ত্রী রয়েছেন সে প্রসঙ্গেও বলতে শোনা গিয়েছে সৌমিত্র খাঁ'কে ৷ বলেছেন, "যে চারজন মন্ত্রী হল তাদের মধ্যে শান্তনু ঠাকুর বাদ দিয়ে কেউ কাজে লাগবে না ৷ নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছে এতে পার্টির কোনও ছেলে উপকৃত হবে না৷ আমি লড়াই করছি, 50 শতাংশ জেতার সম্ভাবনা আছে৷ বিজেপি আর জিততে পারে দার্জিলিং, উত্তরবঙ্গে আর দু-একটা জিততে পারে ৷ আমি 2024 পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে বেরবো না ৷"

সৌমিত্র খাঁ'র এই অডিয়ো টেপ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ এই বিষয়ে সাংসদ সৌমিত্র খাঁ'র প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.