ETV Bharat / state

24 ডিসেম্বরেই সমাবর্তন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে বিতর্কে অন্তর্বর্তী উপাচার্য-আচার্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 4:23 PM IST

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন নিয়ে ফের বিতর্কের শুরু ৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ ও আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বন্দ্ব প্রকাশ্যে ৷

ETV Bharat
যাদবপুরে সমাবর্তন নিয়ে বিতর্কে অন্তর্বর্তী উপাচার্য ও আচার্য

কলকাতা, 21 ডিসেম্বর: নির্ধারিত দিন মেনে আগামী 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজনের চেষ্টা চলছে এখনও । তবে, আইনি জটিলতার কারণে এবারের সমাবর্তনকে 'সমাবর্তন' না বলে 'ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেরিমনি' বলে চালানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু 24 ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে ।

কারণ, রাজভবন সূত্রের দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে আজ 21 ডিসেম্বরের মধ্যে একাধিক বিষয়ের জবাবদিহি করতে বলেছেন । অন্যদিকে, আইনি জটিলতার মধ্যেই 24 তারিখেই সমাবর্তন করা যায় কি না, এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে পরামর্শ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

সূত্রের দাবি, রাজভবন থেকে জানতে চাওয়া হয়েছে যে, আচার্যের অনুমতি ছাড়া কীভাবে অন্তর্বর্তী উপাচার্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কর্মসমিতির বৈঠকে সমাবর্তনের দিনক্ষণ নিয়ে আলোচনা করলেন ? তাঁর নিজের অর্থাৎ অন্তর্বর্তী উপাচার্যর নিয়োগের বিষয়টি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন । যদিও এই চিঠি পাওয়ার পরেই বুধবার কর্মসমিতির বৈঠক ডেকেছিল কর্তৃপক্ষ । সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ । কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থাৎ জুটা একাধিক দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে । সেই বৈঠকেই ঠিক হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে পরামর্শ নেবে ।

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা বিচারাধীনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে সমবর্তন অনুষ্ঠান করা যায় কি না । বিশ্ববিদ্যালয়ের যে কোর্ট মিটিংয়ের ভিত্তিতেই সমাবর্তন ঠিক হয়, সেই মিটিং না করেই কর্ম সমিতির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে সমাবর্তন আয়োজন গ্রহণযোগ্য হবে কি না সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে ।

যদিও এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "সমাবর্তন নিয়ে আমরা আচার্যকে চিঠি করেছিলাম । কিন্তু, আইনি জটিলতার জন্য বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠকের অনুমতি দিচ্ছেন না । সমাবর্তন হোক, সেটা কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে । কারণ এই সমাবর্তনের সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে । তাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের থেকে পরামর্শ নিয়ে 24 ডিসেম্বরেই সমর্থন করার ।"

আরও পড়ুন :

1 যাদবপুরের কর্মসমিতির বৈঠক ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ব্রাত্যর

2 সরকারের অনুমতি মিললেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জট অব্যাহত, আচার্যকে চিঠি উপাচার্যের

3 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গেই আছে, যাদবপুরের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.