ETV Bharat / state

নাকতলা উদয়নে সংঘে দুষ্কৃতীদের তাণ্ডব, তদন্তে পুলিশ

author img

By

Published : Dec 6, 2020, 10:17 AM IST

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্লাবের দুটি ঘরে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

vandalism-at-nakatala-udayan-sangha-club-in-kolkata
vandalism-at-nakatala-udayan-sangha-club-in-kolkata

কলকাতা, 6 ডিসেম্বর : শীতের রাতে শহরে দুষ্কৃতীদের তাণ্ডব । এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্লাবে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী । শনিবার রাত এগারোটা নাগাদ নাকতলা উদয়ন সংঘ ক্লাবে ব্যাপক ভাঙচুর চালানো হয় । এক স্থানীয় বাসিন্দার মাথা ফাটিয়ে দেওয়া হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

জানা গেছে, ওই এলাকায় সন্ধেবেলা বাইক রেসারদের তাণ্ডব চলছিল । অভিযোগ, এতে বাধা দেওয়ায় ওই যুবকরা প্রথমে হুমকি দেয় । পরে তারাই দলবল নিয়ে এসে হামলা চালায় । প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত এগারোটা নাগাদ 10 থেকে 15টি বাইকে একদল যুবক এসে ক্লাবের ভেতরে ঢুকে পড়ে । ক্লাবের দুটি ঘরের আয়না ও কাচ ভেঙে ফেলে তারা । বাইরে থেকে ইঁট ছুঁড়ে দোতলার কাচ ভেঙে দেওয়া হয় । ঘটনার সময় সময় প্রাণ বাঁচাতে ছাদে পালিয়ে যান ক্লাবের কেয়ারটেকার । ক্লাবে তাণ্ডব চালিয়ে ফেরার পথে দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা পান্নালাল ঘোষের মাথা ফাটিয়ে দেয় । তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মাথায় 7টি সেলাই পড়েছে । ক্লাবের সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় ক্লাবের ভিতরে দুষ্কৃতীদের কোনও ছবি পাওয়া যায়নি । তবে প্রতিবেশীরা ঘটনার ছবি ক্যামেরা বন্দি করেছেন ।

আরও পড়ুন : শুভেন্দু ঘনিষ্ঠ ব্লক সভাপতিদের অপসারণ শিশিরের

এই ক্লাবের চেয়ারম্যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তাই হামলার পিছনে রাজনীতি রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । তবে রাজনীতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন । খবর পেয়েই ক্লাবে আসেন তিনি । বলেছেন, "এর পিছনে রাজনীতি নেই । সন্ধেয় বাইক তাণ্ডব হচ্ছিল । বাধা দেওয়ায় একদল যুবক হুমকি দিয়ে যায় । তারাই পরে এসে হামলা চালিয়েছে । আমরা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.