ETV Bharat / state

রাজ্যে টিকাকরণের হার বাড়ছে

author img

By

Published : Jan 23, 2021, 9:11 PM IST

ষষ্ঠ দিনে রাজ্যজুড়ে 351টি সেন্টারে 35 হাজার 100 জনকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল । এর মধ্যে 30 হাজার 517 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ।

Coronavirus vaccine
ফাইল ছবি

কলকাতা, 23 জানুয়ারি : ক্রমে বেড়ে চলেছে রাজ্যে কোরোনা টিকাকরণের হার । গতকাল শুক্রবার, ষষ্ঠ দিনে এই হার হয়েছে 87 শতাংশ । এ-রাজ্যে একদিনের নিরিখে এই হার এখনও পর্যন্ত সর্বাধিক । এদিকে, এই ছয় দিনে লক্ষ্যমাত্রার 71 শতাংশ টিকাকরণ সম্ভব হয়েছে রাজ্যে । যার জেরে, রাজ্যে কোরোনা টিকাকরণের হার এখন ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোরোনা টিকাকরণ । দেশে কোরোনার দুটি ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে । এই রাজ্যে দেওয়া হচ্ছে কোভিশিল্ড । 12 জানুয়ারি ও 20 জানুয়ারি দুই দফায় রাজ্যে কোভিশিল্ডের 6.89 এবং 6.99 লাখ ডোজ় এসেছে । গতকাল কোভ্যাকসিনের আরও 1.13 লাখ ডোজ় ।

গতকাল রাজ্যে ছিল ভ্যাকসিনেশনের ষষ্ঠ দিন । ভ্যাকসিনেশনের হার যাতে বাড়িয়ে তোলা সম্ভব হয়, তার জন্য গতকাল রাজ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি সেন্টার অর্থাৎ, 351 টি সেন্টারে দেওয়া হয়েছে কোরোনার ভ্যাকসিন । এ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেছেন, "ষষ্ঠ দিনে রাজ্যজুড়ে 351টি সেন্টারে 35 হাজার 100 জনকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল । এর মধ্যে 30 হাজার 517 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । এই ষষ্ঠ দিনে রাজ্যে ভ্যাকসিনেশনের হার হয়েছে 87 শতাংশ।"

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই সাফল্যের পরেও ভ্যাকসিনেশনের প্রথম দিন থেকেই এ রাজ্যে কো-উইন পোর্টালে সমস্যা চলছে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই পোর্টাল কখনও কাজ করে, কখনও করে না । গতকালও কো-উইন পোর্টাল সারাদিন ধরে কখনও অফ থেকেছে, কখনও অন হয়েছে । এই ধরনের প্রযুক্তিগত ত্রুটির মধ্যেই শুক্রবার এ রাজ্যে এখনও পর্যন্ত সর্বাধিক 87 শতাংশ ভ্যাকসিনেশন সম্ভব হয়েছে ।

আরও পড়ুন : আজ দ্বিতীয় দফায় কোরোনার প্রতিষেধক ঢুকছে রাজ্যে

এদিকে, এ রাজ্যে কোরোনার ভ্যাকসিনেশনের হার ক্রমে বেড়ে চলেছে। 21 জানুয়ারি পঞ্চম দিনে রাজ্যে ভ্যাকসিনেশনের হার ছিল 81 শতাংশ। 20 জানুয়ারি এই হার ছিল 78 শতাংশ । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "গত ছয় দিনে মোট 1 লাখ 18 হাজার 372 জনকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল । তাঁদের মধ্যে 84 হাজার 505 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । গত ছয় দিনে লক্ষ্যমাত্রার 71 শতাংশ ভ্যাকসিনেশন সম্ভব হয়েছে । "

কোরোনার ভ্যাকসিন দেওয়ার জন্য বেসরকারি হাসপাতালের সেন্টারের সংখ্যাও বাড়ছে। আলিপুরের এক নামি বেসরকারি হাসপাতালেও শুরু হয়েছে ভ্যাকসিনেশন । ঢাকুরিয়া ও সল্টলেকের এক বেসরকারি হাসপাতালেও শুক্রবার থেকে চলছে ভ্যাকসিনেশন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.