ETV Bharat / state

আলিপুর জজ কোর্টে প্রচুর নথি নষ্ট হয়েছে, তদন্ত হওয়া উচিত : রাণা গঙ্গোপাধ্যায়

author img

By

Published : Jul 15, 2020, 1:26 AM IST

আলিপুর জজ কোর্ট
আলিপুর জজ কোর্ট

গতকাল সকালে কোর্টের রেকর্ড রুমে আগুন লাগে ৷ এর জেরে রেকর্ড রুমে থাকা নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে রাণা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, এতে বিচার প্রক্রিয়ায় বড়সড় সমস্যা হবে ৷

কলকাতা, 15 জুলাই : আলিপুর জজ কোর্টের 13 নম্বর দায়রা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ঘরে আগুন প্রচুর নথি নষ্ট করে দিল ৷ এতে বিচার প্রক্রিয়ায় একটা বড় সমস্যা দেখা দেবে ৷ গতকাল আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন লাগার ঘটনায় আজ একথা জানান প্রবীণ আইনজীবী রাণা গঙ্গোপাধ্যায় । পাশাপাশি পুরো ঘটনার তদন্ত হওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি ।

গতকাল সকাল আটটা নাগাদ আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন লাগে ৷ পরে দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ তবে রেকর্ড রুমে থাকা বহু নথিপত্র, দলিল ভস্মীভূত হয়ে যায় ৷ ঘটনায় প্রবীণ আইনজীবী রানা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, প্রচুর নথিপত্র নষ্ট হয়ে গেছে ৷ এর জেরে আগামীদিনে বিচার প্রক্রিয়ায় বড়সড় সমস্যা তৈরি হবে ৷ যে আসামিরা জেলে রয়েছে, তাদের বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে ।" তদন্তের দাবিও জানিয়েছেন তিনি ৷ বলেন, "সমগ্র ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া উচিত । কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে হবে । যেভাবে আদালতের কাজ হওয়া উচিত, ডিস্ট্রিক্ট জজ তা দেখছেন না । বহু মানুষের বিচারপ্রক্রিয়া নষ্ট হয়ে গেল । কীভাবে এই ক্ষতিপূরণ করা হবে, তা বোঝা যাচ্ছে না ।"

আগুন লাগার ঘটনায় তদন্তের কথা জানিয়েছেন রাণা গঙ্গোপাধ্যায়

এই ক্ষতির পাশাপাশি আদালতের নথি উপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ না করাকেও দায়ি করেন তিনি । তাঁর কথায়, যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করলে আগুনের গ্রাসে সব শেষ হয়ে যেত না । আদালতের সদিচ্ছা এবং প্রকৃত উদ্যোগের অভাব ছিল বলে মনে করছেন এই প্রবীণ আইনজীবী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.