ETV Bharat / state

রবীন্দ্রভারতীতে আজ থেকে, যাদবপুরে ভরতির প্রক্রিয়া শুরু 14ই

author img

By

Published : Aug 11, 2020, 8:19 AM IST

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে খুলে যাচ্ছে ভরতির অনলাইন পোর্টাল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী 14 অগাস্ট থেকে শুরু হবে কলা ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্সে ভরতির আবেদন গ্রহণ প্রক্রিয়া ।

universities in kolkata starts admission
শুরু রবীন্দ্রভারতী ও যাদবপুরের ভরতির প্রক্রিয়া

কলকাতা, 11 অগাস্ট : 17 জুলাই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে 10 অগাস্ট থেকে স্নাতক কোর্সে ভরতির প্রক্রিয়া চালু হবে । সেই বিজ্ঞপ্তি মেনে গতকাল থেকেই অনলাইনে ভরতির আবেদনের পোর্টাল খুলে গেল কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 14 অগাস্ট থেকে খুলবে ভরতির পোর্টাল । তবে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত চালু হয়নি ভর্তি প্রক্রিয়া ।

উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা নিয়মাবলী অনুযায়ী, চলতি বছরে ভরতি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ও মেধার ভিত্তিতে হবে । কোনও পড়ুয়াকে ভরতির জন্য প্রতিষ্ঠানে আসতে হবে না । সেই অনুযায়ী, আজ কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সব কলেজে অনলাইন মাধ্যমে ভরতির আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু হয়ে গেল । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 147টি কলেজ রয়েছে । প্রতি বছর কলা, বিজ্ঞান ও বানিজ্য বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্সের জন্য প্রতি বছর প্রায় 1.3 লাখ পড়ুয়া আবেদন করে থাকেন । গতকাল থেকে প্রতিটি কলেজেই খুলে দিয়েছে ভরতির অনলাইন পোর্টাল । দিয়ে দেওয়া হয়েছে ভরতির নির্ঘন্টও ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী 14 অগাস্ট থেকে শুরু হবে কলা ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্সে ভরতির আবেদন গ্রহণ প্রক্রিয়া । কলা বিভাগের বাংলা, তুলনামূলক সাহিত্য, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র, সংস্কৃত, সমাজবিজ্ঞানে তিন বছরের B.A অনার্স কোর্সে এবং অর্থনীতিতে পাঁচ বছরের ইনট্রিগ্রেটেড B.A অনার্স ও M.A কোর্সে ভরতির জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া 14 অগাস্ট থেকে শুরু হয়ে 4 সেপ্টেম্বর পর্যন্ত চলবে । একইভাবে বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জিওলজিক্যাল সায়েন্স ও ভূগোল বিষয়ে তিন বছরের B.A অনার্স কোর্সে ভরতির জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে 14 অগাস্ট । চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত । যাদবপুরে কলা বিভাগে প্রায় 700 ও বিজ্ঞান বিভাগে প্রায় 330টি আসন রয়েছে ।

প্রতি বছর কলা বিভাগের বিষয়গুলিতে ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । চলতি বছর কোরোনা আবহে সশরীরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া সম্ভব নয় । তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রবেশিকা পরীক্ষা ছাড়াই এই বছর পড়ুয়া ভরতি নেওয়া হবে কলা বিভাগের বিভিন্ন বিষয়ে । তবে, একটি নির্দিষ্ট নিয়মে সব বিষয়ে এই বছর পড়ুয়া ভরতি নেওয়া হবে না । যেহেতু, এই বছর উচ্চমাধ্যমিক, CBSE, ISC কোনও বোর্ডেই সব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই এক একটি বিষয়ে ভিন্ন ভিন্ন নিয়মে নেওয়া হবে ছাত্র ভরতি । কোথাও মেধাতালিকা তৈরি হবে উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের গ্রুপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, আবার কোথাও উচ্চমাধ্যমিকের সঙ্গে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরকেও ওয়েটেজ দেওয়া হবে । একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগেও ছাত্র ভরতির নিয়মে বদল আনা হয়েছে । সেখানেও উচ্চমাধ্যমিকের সঙ্গে মাধ্যমিকে প্রাপ্ত ফলাফলকে ওয়েটেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 14 অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে খুলে যাচ্ছে ভরতির অনলাইন পোর্টাল । আজ থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির জন্যই অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে । চলবে 25 অগাস্ট পর্যন্ত । আজ সেই মর্মে জারি করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি । কলা বিভাগে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, দর্শনশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে তিন বছরের B.A অনার্স প্রোগ্রামের জন্য ওইদিন থেকেই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা । একইভাবে ভিজ্যুয়াল আর্টস বিভাগে পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স-প্রিন্টমেকিং এবং হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড অ্যাপ্লায়েড আর্টস বিষয়ে চার বছরের B.F.A প্রোগ্রামের জন্য ও ফাইন আর্টস বিভাগে রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, নৃত্য, নাটক, ইন্সট্রুমেন্টাল মিউজিক, পার্কাসান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বিষয়ে B.A অনার্স প্রোগ্রামের জন্যেও ওইদিন থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা ।

কিন্তু, এই বছর কলা বিভাগের অধীনস্থ বিষয়গুলিতে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষে পড়ুয়া ভরতি নেওয়া হলেও ফাইন আর্টস ও ভিজ্যুয়াল আর্টস বিভাগে এখনই ছাত্র ভরতি সম্ভব নয় বেশ কিছু জটিলতার কারণে । এ বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "ফাইন আর্টস ও ভিজ্যুয়াল আর্টসের ভরতি এখন নেওয়া যাবে না । কারণ, গান, নাচ, নাটক, এইসবের ভরতি তো প্রাক্টিক্যাল টেস্ট ছাড়া নেওয়া যাবে না । প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়া এই বিষয়গুলোতে ভরতি নেওয়া সম্ভব নয় । আমরা আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু করে দিচ্ছি । আবেদন গ্রহণের পর আর্টসের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ, ভরতি সবই হয়ে যাবে । তবে, ফাইন আর্টস ও ভিজ্যুয়াল আর্টসের ক্ষেত্রে কীভাবে প্রার্থীদের মূল্যায়ন হবে সেটা পরে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে । এই বছর সশরীরে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কোনও সুযোগ একেবারেই নেই । বিকল্প কোন পদ্ধতিতে ভরতি নেওয়া হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । ফ্যাকাল্টির ভরতি পর্ষদ সেই বিষয়ে আলোচনা করছে ।" তবে, কলকাতায় অবস্থিত তিনটি বিশ্ববিদ্যালয় ভরতি প্রক্রিয়া চালু করলেও এখনও পর্যন্ত ভরতি নিয়মাবলী নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়া ভরতি নেওয়া হত । কিন্তু, এই বছর কোরোনার কারণে প্রবেশিকা পরীক্ষা নেওয়া নয় । অথচ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের একাংশের দাবি, প্রবেশিকা ভিত্তিতে নিতে হবে ভরতি । এই জটিলতায় এখনও পর্যন্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভরতির নিয়মনীতি স্থির হয়নি বলে জানা গেছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, "আমাদের অ্যাডমিশন কমিটি এখনও পর্যন্ত ভরতির মডালিটিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি । তাই আমরা এখনও পর্যন্ত ভরতি প্রক্রিয়া শুরু করতে পারিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.